শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

রমজান কি জাকাতের জন্য নির্দিষ্ট?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taqi usmani copyআল্লামা তাকি উসমানি : সাধারণভাবে মানুষ রমজানে জাকাত দেয়। তার হেতু হলো হাদিস শরিফে বর্ণিত হয়েছে, পবিত্র রমজানে এক ফরজ এর ছওয়াব ৭০ গুণ বৃদ্ধি করা হয়।

জাকাত দেয়া ফরজ। সুতরাং পবিত্র রমজানে তা আদায় করলে ৭০ গুণ বেশি ছওয়াব পাওয়া যাবে। এ বিশ্বাস যথাস্থানে একদম ঠিক। অধিক ছওয়াব প্রাপ্তির এ আগ্রহ অবশ্যই প্রশংসার উপযুক্ত।

কিন্তু কোনো ব্যক্তির যদি জাকাত ফরজ হওয়ার নির্দিষ্ট তারিখ জানা থাকে। তাহলে শুধু ছওয়াবের আশায় ওই ব্যক্তি রমজানের সময় জাকাত আদায়ের জন্য নির্ধারণ করতে পারে না। তার উচিত নির্দিষ্ট সময়েই জাকাত আদায় করা।

অবশ্য জাকাত আদায়ের ক্ষেত্রে এই করতে পারে, নির্দিষ্ট সময় থেকে অল্প অল্প জাকাত আদায় করতে থাকবে। আর যা অবশিষ্ট থাকবে তা রমজানে আদায় করবে।

জাকাত ফরজ হওয়ার নির্ধারিত তারিখ যদি ভুলে যায়, তাহলে তার জন্য জাকাত প্রদানের নির্দিষ্ট তারিখ ঠিক করার সুযোগ আছে। জাকাত আদায় করার জন্য পবিত্র রমজানের একটি তারিখ ঠিক করবে। তারপর ওই তারিখে জাকাত আদায় করবে। সতর্কতা হিসেবে জাকাত একটু বেশি আদায় করবে। যেন নির্দিষ্ট তারিখের আগে পরে হওয়ার কারণে যে পাথর্ক্য হয়েছে, তা পূর্ণ হয়ে যায়।

যখন একটি তারিখ নির্দিষ্ট করবে, তখন প্রতি বছর ওই তারিখেই জাকাতের হিসাব করে, জাকাত আদায় করবে এবং দেখবে, এ তারিখে তার কী কী উপকরণ বিদ্যমান? এ তারিখে তার কতো নগদ মূল্য আছে? যদি স্বর্ণ থাকে তাহলে ওই নির্দিষ্ট তারিখে তার বাজার মূল্য কতো? যদি স্টক থাকে তাহলে ওই তারিখে স্টকের মূল্য কতো? এ হিসেবে জাকাত আদায় করবে। প্রত্যেক বছর নির্দিষ্ট তারিখে জাকাত আদায় করতে হবে। নির্দিষ্ট তারিখের আগে পরে করা অনুচিত।

-ইসলাহি খুতুবাত থেকে অনুবাদ করেছেন জাকারিয়া হারুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ