শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

৩২ বছরের অবহেলায় স্ত্রী পাচ্ছেন ৩০ লাখ রিয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি-রিয়ালআওয়ার ইসলাম ডেস্ক : বত্রিশ বছর স্ত্রী ও সন্তানের ভরণপোষণ না দেয়ায় সৌদি আরবে অভিযুক্ত হয়েছেন এক ব্যক্তি। এ জন্য আদালত তাকে প্রায় ৩০ লাখ রিয়াল জরিমানা করেছে। এ অর্থ পাবেন তার স্ত্রী ও সন্তান। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

এতে বলা হয়েছে, ওই ব্যক্তির স্ত্রী ১৯৮৩ সালে তাদের প্রথম সন্তান জন্ম দেয়ার পর তিনি তাদেরকে পরিত্যক্ত অবস্থায় রেখে দেন। তাদের খোরপোশের কোনো ব্যবস্থা নেননি।

রিপোর্টে বলা হয়েছে, ওই ঘটনার পর থেকে তার স্ত্রী আদালতের শরণাপন্ন হন। সেখানে তিনি আর্থিক ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। এক্ষেত্রে তিনি দুজন প্রত্যক্ষ সাক্ষীকে হাজির করেন। আদালত সবকিছু যাচাই করে দেখতে পায় যে, ওই ব্যক্তির যে মাসিক আয় তাতে তিনি তার স্ত্রী ও সন্তানের ভরণপোষণ দিতে সক্ষম ছিলেন। আদালত দেখতে পায় ওই ব্যক্তির মাসিক আয় ৮০ হাজার রিয়াল। ফলে আদালত তার স্ত্রীর পক্ষে রায় দেন এবং ৩২ বছরের ভরণপোষণ বাবদ তাকে ৩০ লাখ রিয়াল পরিশোধের নির্দেশ দেন। ফলে এখন প্রতি মাসে তার স্ত্রীকে ৪ হাজার রিয়াল করে মোট ১৫ লাখ ৩০ হাজার রিয়াল দিতে বাধ্য থাকবেন তিনি। একই সঙ্গে সন্তানকে দিতে হবে ১৩ লাখ ৪০ হাজার রিয়াল। ওই ব্যক্তিকে বলা হয়েছে, প্রতি ঈদে তার স্ত্রীকে মাসে নির্ধারিত হারের দ্বিগুণ অর্থ পরিশোধ করতে হবে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ