শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

প্রস্তুত শোলাকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1467773296স্টাফ রিপোর্টার : আজ আকাশে বাঁকা চাঁদ উঁকি মারলেই কাল ঈদুল ফিতর। আর ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য প্রতিবারের মতো এবারও দেশের বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। ১৮২৮ সালে প্রথম জামাতের পর এবারেরটি হবে মাঠের ১৮৯তম ঈদ জামাত। ঈদের জামাত পরিচালনা করবেন মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ।

খোঁজ নিয়ে জানা যায়, কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মাঠ ভিজে যাওয়াসহ স্থানে স্থানে পানি জমে যাওয়ায় কিছুটা উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানে আশাবাদী শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটি ও জেলা প্রশাসন।

এদিকে, সুষ্ঠুভাবে ঈদ জামাত ও সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উপলক্ষে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা হয়। জামাতে মুসল্লিদের জায়নামাজ ছাড়া ছাতা, ব্যাগসহ সবকিছু বহন নিষিদ্ধ করা হয়েছে। নিরাপদে জামাত অনুষ্ঠানের জন্য চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি মাঠের প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিসির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন খান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, কিশোরগঞ্জ ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা আনোয়ার শাহ, গোপীনাথ জিউর আখড়ার সভাপতি মানিক রঞ্জন দে প্রমুখ।

শোলাকিয়া ঈদগাহ মাঠ কমিটির সভাপতি কিশোরগঞ্জের ডিসি আজিমুদ্দিন বিশ্বাস জানান, মুসল্লিদের নির্বিঘ্নে নামাজ আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এর ফলে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে এবারও উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়া সুষ্ঠুভাবে রথযাত্রা সম্পন্নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে জামাত এবং একই সঙ্গে রথযাত্রা অনুষ্ঠিত হবে বলে আশা করা যাচ্ছে।

কিশোরগঞ্জের এসপি আনোয়ার হোসেন খান জানান, গৃহীত ব্যবস্থার কারণে বরাবরের মতো এবারও লাখো মুসল্লি নিরাপদে নামাজ আদায় করতে পারবেন। এ ছাড়া উৎসবমুখর পরিবেশে আজকের রথযাত্রা অনুষ্ঠানেও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আনোয়ার হোসেন বলেন, নিরাপদে জামাত অনুষ্ঠানের জন্য চার স্তরের কঠোর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে ঈদের দিন মাঠ ও আশপাশের এলাকায় মোতায়েন থাকবে সহস্রাধিক পুলিশসহ বিপুলসংখ্যক র‌্যাব ও আর্মড পুলিশ। মাঠের প্রতিটি প্রবেশপথে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে আগত মুসল্লিদের। নাশকতা মোকাবিলায় ওয়াচ টাওয়ার এবং ক্লোজড সার্কিট ক্যামেরা দ্বারা প্রতিটি মুহূর্ত পর্যবেক্ষণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিবেচনায় এরই মধ্যে জেলায় বাতিল করা হয়েছে পুলিশের ছুটি।

সুষ্ঠুভাবে জামাত অনুষ্ঠানের লক্ষ্যে এরই মধ্যে জেলা প্রশাসনের নেতৃত্বে পৌরসভা, জনস্বাস্থ্য, গণপূর্ত, পিডিবিসহ অন্যান্য বিভাগের সহায়তায় গ্রহণ করা প্রস্তুতিমূলক কাজ বর্তমানে শেষ পর্যায়ে। এর অংশ হিসেবে সম্পন্ন হয়েছে কাতারের লাইন টানা, মাঠ পরিষ্কার-পরিচ্ছন্নকরণ, পানি সরবরাহ, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ও রঙের প্রলেপ দেওয়ার কাজ।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ