শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি

৭ জঙ্গির পরিচয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jongiঢাকা: রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয়জনের মধ্যে ৭ জনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে ডিএমপি।

নিহত ‘জঙ্গি’দের পিতা-মাতার নাম থেকে শুরু করে তাদের গ্রাম, থানা, জেলা ও জাতীয় পরিচয়পত্রের নম্বরও দেয়া হয়েছে।৯ জঙ্গির মধ্যে কেবল উপর থেকে সিরিয়ালি পাঁচ ও ৯ নম্বর ‘জঙ্গি’ ছবির পরিচয় এখনো পাওয়া যায়নি। বাংলাদেশ নির্বাচন কমিশনে তাদের জাতীয় পরিচয়পত্রে ব্যবহৃত ফিংগার প্রিন্টের সাথে ওই সাত জঙ্গির ফিঙ্গার প্রিন্টের মিল পাওয়া যাওয়ার পরই তাদের পরিচয় প্রকাশ করেছে বলে ডিএমপি থেকে বলা হয়েছে।ওই তথ্য অনুযায়ী নিহত সাত জঙ্গির পূর্ণাঙ্গ পরিচয় দেওয়া হল-

০১. আবদুল্লাহ, পিতা. মো. সোহরাব আলী, মাতা. মোসা. মোসলেমা খাতুন, গ্রাম: ভল্লবপুর, থানা: নবাবগঞ্জ, জেলা: দিনাজপুর, এনআইডি-২৭২০৪৯০০০০৩০, জন্ম তারিখ: ১৫-০১-১৯৯৩।

০২.  আবু হাকিম নাইম, পিতা: নুরুল ইসলাম, মাতা: মোসা. হালিমা, গ্রাম: কুয়াকাটা, থানা: কলাপাড়া, জেলা: পটুয়াখালী, এনআইডি-৭৮১১০৩০০০৩৬৯, জন্ম তারিখ: ১৫-০১-১৯৮৩।

০৩. তাজ-উল-হক রাশিক, পিতা: রবিউল হক, মাতা: জাহানারা বেগম, ওয়ার্ড নম্বর-১৫; বাসা-৭২, রোড-১১/এ, ধানমন্ডি, ঢাকা, এনআইডি-২৬১৩৫০০০০৩৯৭, জন্ম তারিখঃ ০৫-১২-১৯৯১।

০৪. আকিফুজ্জামান খান, পিতা: সাইফুজ্জামান খান, মাতা: শাহানাজ নাহার, বাসা-২৫, রোড-১০, গুলশান, ঢাকা, এনআইডি-২৬১১০৬০০১০০৬, জন্ম তারিখ: ১১-০৯-১৯৯২।

০৬. সাজাদ রউফ ওরফে  অর্ক, পিতা: তৌহিদ রউফ, স্থায়ী ও বর্তমান ঠিকানা: ৬২ পার্ক রোড, বাসা নম্বর-৩০৪, রোড নম্বর-১০, ব্লক-সি, ফ্ল্যাট নম্বর-০৯, বসুন্ধরা আবাসিক এলাকা, থানা-ভাটারা, ডিএমপি, ঢাকা, পাসপোর্ট নম্বর- ৪৭৬১৪৫৯৯২, (আমেরিকান নাগরিক), এনআইডি-২৬২১৮৬০০০৫৩৬, জন্ম তারিখ: ০৬-০২-১৯৯২।

০৭. মো. মতিয়ার রহমান, পিতা: নাসির উদ্দিন সরদার, মাতা: মোসা. খাইরুন্নেসা, গ্রাম: ওমরপুর, থানা: তালা, জেলা: সাতক্ষীরা, এনআইডি-৮৭০১৮১০০০০০৩, জন্ম তারিখ: ০১-০১-১৯৯২।

০৮. মো. জোবায়ের হোসেন,  পিতা: আবদুল কাইয়ূম, মাতা: আয়েরা বেগম, গ্রাম: পশ্চিম মাইজদী আবদুল্লাহ মেম্বারের বাড়ি, থানা: সুধারাম, জেলা: নোয়াখালী, এনআইডি-৭৫০৯৮১০০০৪৭৯, জন্ম তারিখ: ০১-০১-১৯৯৬।

প্রসঙ্গত,  সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কল্যাণপুরে ৫ নম্বর সড়কে ‘জাহাজ বিল্ডিং’ নামের একটি ভবনের পাঁচ তলার ‘জঙ্গি’ আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ বলছে, এতে নয়জন ‘জঙ্গি’ নিহত হয়েছে। ওই ঘটনায় রাকিবুল হাসান ওরফে রিগ্যান নামে আরো এক ‘জঙ্গি’ গুলিবিদ্ধ হয়ে আটক হয়। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ