শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ।। ২১ চৈত্র ১৪৩১ ।। ৬ শাওয়াল ১৪৪৬


বৈঠকে বসতে যাচ্ছেন এরদোগান-পুতিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

erdogan_putin_85600900 copyআন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী মাসে এক বৈঠকে মিলিত হবেন। সম্প্রতি তুরস্কের রুশ বোমারু বিমান ভূপাতিত করার ঘটনাকে কেন্দ্র করে সম্পর্কের অবনতির পর এই প্রথম দু নেতা বৈঠকে বসতে যাচ্ছেন।

আগামী ৯ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে কথা রয়েছে। এ বৈঠকের মাধ্যমে তুরস্ক-রাশিয়ার সম্পর্ক স্বাভাবিক হবে বলে ধারণা করা হচ্ছে।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের তারিখ নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকের আলোচ্যসূচি এখনো চূড়ান্ত হয় নি, এ নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি তুরস্কের উপ প্রধানমন্ত্রী মেহমেত সিমসেকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মস্কো সফর করেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ