বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শোলাকিয়া হামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shafiulআওয়ার ইসলাম: র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শোলাকিয়ায় জঙ্গি হামলায় আটক শফিউল ইসলামসহ দুই জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জ নেয়ার পথে নান্দাইল ঘোষপাড়া ডাঙরি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। নিহতদের মরদেহ নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অধিনায়ক লে. কর্নেল শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হঠাৎ আক্রমণ করে সন্ত্রাসীরা র‌্যাবের গাড়িবহরে। প্রথমে তারা বোমা ও ককটেল ছুড়ে পিস্তল দিয়ে গুলি করতে করতে এগিয়ে আসতে থাকে। এ সময় র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি ছোড়ে। এতে তিন র‌্যাব সদস্যসহ দুই জঙ্গি আহত হয়। পরে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জঙ্গি শফিউল ও আবু মোকাতিলকে মৃত ঘোষণা করেন। হামলাকারী সন্ত্রাসীরা দুটি মোটরসাইকেলে এসেছিল। এ সময় ঘটনাস্থল থেকে ৩টি পিস্তল, ৪টি চাপাতি, কয়েকটি ককটেল, ২টি মোটর সাইকেলসহ অন্যান্য সামগ্রি উদ্ধার করা হয়। ঘটনার পর পর র‌্যাব পুরো এলাকা ঘিরে রেখেছে।

নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ মোহাম্মদ জিয়া উদ্দিন জানান, দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের শরীরে গুলির চিহ্ন রয়েছে। তবে, ময়নাতদন্ত শেষে সব কিছু বলা যাবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ জুলাই ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়ার জঙ্গি হামলায় দুই পুলিশসহ চারজন নিহত হন। এ সময় গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গি শফিউলকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শফিউল র‌্যাব হেফাজতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ