শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

voirabআওয়ার ইসলাম: ভৈরবে একটি মাদ্রাসা থেকে ইব্রাহিম খলিল (১২) নামের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বিকেলে ভৈরব রানীর বাজার শাহী মসজিদের দুতালার স্টোর রুম থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, শিশু ইব্রাহিম শুক্রবার দুপুরে তার বাসায় খাওয়া দাওয়া করে বিকেলে মাদ্রায় পড়ার কথা বলে বাসা থেকে বের হয়। তারপর বিকেল সাড়ে ৫টায় মাদ্রাসার হুজুর স্টোর রুমে খুলে ইব্রাহিমের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে তার অভিভাবক ও পুলিশকে খবর দেয়া হয়।

শিশুটির পিতা মোমতাজ উদ্দিন স`মিল শ্রমিক এবং তাদের বাড়ি বরিশাল। তারা দীর্ঘদিন যাবত ভৈরবে বসবাস করে আসছে। এদিকে, শিশুটির আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক মনে করতে তার পরিবারের সদস্যরা। তাদের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ব্যপারে ভৈরব থানায় একটি মামলা করা হয়েছে।

ভৈরব থানার উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, প্রাথামিকভাবে মনে করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ