বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

খতিবের উপর সন্ত্রাসী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dowhfhfnload (2) copyআওয়ার ইসলাম : গতকাল ১২.০৮.১৬ জুমাবার চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভায় জলদি নেয়জর পাড়া আল খাইর জামে মসজিদের খতিব ও বাঁশখালী উলামা পরিষদের সহ-সভাপতি মাও.নসিমুর রহমানের উপর সন্ত্রাসী হামলা হয়েছে।

খতিব সাহেব জুমার নামাজ শেষে মসজিদ হতে বের হওয়ার সময় স্থানীয় সন্ত্রাসী কামাল মেম্বার গংরা অতর্কিত ভাবে হামলা করে। আক্রমনে খতিব সাহেব গুরুতর আহত হয়। মসজিদের মুসল্লিরা হামলাকারীদের প্রতিহত করতে গেলে সন্ত্রাসীরা রাম-দা, বল্লম, ও অন্যান্য দেশীয় অস্ত্রসহ মুসল্লিদের উপর হামলা চালায়। এতে মসজিদের খাদেম ও মুসল্লি সহ প্রায় ৭-৮ জন আহত হয়।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, খতিব সাহেব কামাল মেম্বার ও তার পালিত সন্ত্রাসীদের অসামাজিক, বেআইনি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করায় খেপে গিয়ে এ হামলা চালায়। তারা আরও জানায়, কামাল মেম্বার ও তার সন্তানেরা মাদক ব্যাবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত। তার এক সন্তান দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে জঙ্গী কর্মকান্ডে সংশ্লিষ্ট ছিল বলে অভিযোগ আছে। সন্ত্রাসী কামাল মেম্বার বিভিন্ন সময় আল-খাইর জামে মসজিদের প্রতিষ্ঠাতাকে নিয়ে কটুক্তিমূলক সমালোচনা করে। এতে মুসল্লিরা মন্ত্রাসীদের ভয়ে প্রতিবাদ করতে সাহস পায়না যদিও কেউ প্রতিবাদ করলে তার উপর নানা ভাবে হুমকি ধমকি দেয়।

স্থানীয় থানার নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, খতিবের পৈতৃক সম্পত্তির জের ধরে ঘটনার সূত্রপাত। এলাকায় খোঁজ নিয়ে জানা যায় মসজিদ প্রতিষ্ঠাতার সম্পত্তি জোর পূর্বক ভোগ করে আসছিল কামাল গংরা এতে মসজিদ কতৃপক্ষ ও খতিব প্রতিবাদ করায় কামাল গংরা এ হামলা চালায়। মসজিদের মুসল্লী ও স্থানীয় জনতা উক্ত ঘটনার সুস্থ তদন্ত ও সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ