বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’ বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে

মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oic

আওয়ার ইসলাম: ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আরো কার্যকর ভূমিকা পালন করতে ইসলামিক দেশগুলোর জোট ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার দুপুরে গণভবনে বাংলাদেশে সফররত ওআইসির মহাসচিব ইয়াদ আমিন মাদানী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শেখ হাসিনা এ আহ্বান জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ওআইসি মহাসচিবকে প্রধানমন্ত্রী বলেছেন, মুসলিম দেশগুলোকে একসঙ্গে বসে বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই নিজেদের সমস্যার সমাধান করতে হবে।

বাংলাদেশে ওআইসির মহাসচিবকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘যে কোনো ধরনের সন্ত্রাসবাদ এবং এর প্রকাশের বিরুদ্ধে আমরা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) ঘোষণা করেছি।’ সন্ত্রাসবাদকে তিনি বৈশ্বিক সমস্যা বলেও অভিহিত করেন। সন্ত্রাসীরা ইসলামের নামে সাধারণ মানুষকে হত্যার মাধ্রমে ইসলামের মর্যাদাই ক্ষুণ্ন করছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ইহসানুল করীমের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি আরো জানিয়েছে, মানবাধিকার বিষয়ে এক প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, গত কয়েক বছর ধরে ইসরায়েল যেসব নারী, শিশু এবং নিরীহ মানুষ হত্যা করছে তখন কোনো মানবাধিকার সংস্থাকে আওয়াজ তুলতে দেখা যায় না।

বৈঠকে বিভিন্ন দেশের যুদ্ধ ও সহিংসতা প্রতিরোধে ওআইসির ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: এনটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ