বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

জঙ্গিবাদ মোকাবেলায় আলেমদের ঐক্যের বিকল্প নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

alem_dhakaআওয়ার ইসলাম: বিশ্বব্যাপী চলমান সন্ত্রাসবাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে বলে মতামত পেশ করেছেন ইসলামিক স্কলাররা।

গত ২০ আগস্ট শুক্রবার ‘একাডেমিক কাউন্সিল অফ সিনিয়র ইসলামিক স্কলার বাংলাদেশ' এর আয়োজনে 'সন্ত্রাস ও জঙ্গিবাদ: কারণ ও প্রতিকার' শীর্ষক গোল টেবিল বৈঠকে এ কথা বলেন বক্তারা।

তানযীমুল উম্মাহ'র আশুলিয়া ক্যাম্পাসের সভাকক্ষে এই গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, ইসলাম শান্তি ও সৌহার্দের ধর্ম। বিশঙ্খলা, উগ্রতা ও নৈরাজ্যের কোন স্থান ইসলামে নেই। বক্তারা আরো বলেন, ইসলামের সঠিক শিক্ষার অভাবেই মূলত: উগ্রবাদের সৃষ্টি হয়েছে। এজন্য তরুণ সমাজের কাছে ইসলামের সঠিক ধারণা তুলে ধরতে হবে।

বৈঠকে সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে সচেতনতামূলক বই ও লিফলেট প্রকাশের প্রস্তাব পেশ করা হয়। এছাড়াও দেশের আলেম সমাজকে বিশ্বব্যপী চলমান সন্ত্রাসবাদের বিষয়ে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান করা হয়।

এতে সভাপতিত্ব করেন-সংগঠনটির সভাপতি এবং এশিয়ান ইউনিভার্সিটির সহযোগি অধ্যাপক ও জনপ্রিয় টিভি আলোচক ড. মুহাম্মাদ সাইফু্ল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।

উপস্থিত ছিলেন-ড. লুকমান, ড. মীর মনজুর মাহমুদ, টিভি ব্যক্তিত্ব শায়খ শাহ ওলীউল্লাহ, দাম্মাম ইসলামিক সেন্টারের ইসলাম প্রচারক শায়খ আহমাদুল্লাহ, ড. আবুল কালাম আযাদ বাশার, রিয়াদ ইসলামিক সেন্টারের শায়খ মুস্তাফিজুর রহমান, টিভি উপস্থাপক মুফতী সাইফুল ইসলাম, মাওলানা মাওলানা শাহ আলম নূর, মাওলানা আলী আকবর, কিং সাঊদ বিশ্ববিদ্যালয়ের পিএইডি গবেষক নুরুল্লাহ তা'রিফ প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ