শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

গরুর পেশাব মিশ্রিত পণ্য বর্জনের ডাক দেওবন্দের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

business_card_large_patanjali_front(1) copy

ফারুক ফেরদৌস : দারুল উলুম দেওবন্দের মুফতিরা ইয়োগা গুরু বাবা রাম দেও এর গাইয়ের পেশাব মিশ্রিত পাতাঞ্জলির প্রোডাক্ট ব্যাবহারকে নাজায়েজ সাব্যস্ত করেছেন। মুফতিরা এও বলেছেন, যে সব অংশে গাইয়ের পেশাব মিশ্রিত থাকে না তার ব্যাবহারে কোনো সমস্যা নেই।

সম্প্রতি এক ব্যক্তি দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগের প্রশ্ন নং-৬৮৫১৯ এ জানায়, আজকাল সব জায়গায় পাতাঞ্জলির পণ্য বিক্রি হচ্ছে এবং কিছু বলছেন মুসলমানদের জন্য এর ব্যবহার বৈধ বলছেন আবার কিছু আলেম অবৈধ বলছেন। এই প্রশ্নের জবাবেই দারুল উলুমের মুফতিরা এই ফতোয়া দেন।

Patanjali

দারুল উলুম দেওবন্দের মুফতিরা বলেছেন, যদি পাতাঞ্জলির পণ্য গাইয়ের পেশাব মিশ্রিত হয় তাহলে তার ব্যবহার জায়েজ নেই। পেশাব মিশ্রিত না হলে ব্যবহার করা যেতে পারে। সাথে সাথে মুফতিরা পরামর্শ দিয়েছেন, যদি নিশ্চিতভাবে কিছু জানা না যায় তাহলে সতর্কতা অবলম্বন করাই উত্তম।

দারুল উলুমের এই ফতোয়া ব্যাপারে মুফতি আরশাদ ফারুকী বলেন, গাইয়ের পেশাব মিশ্রিত কোনো প্রোডাক্ট মুসলমানদের ব্যবহার করা সম্পূর্ণ হারাম। তিনি আরও বলেন যে কোম্পানি নিজেদের পণ্যে গাইয়ের পেশাব মেশায়, সে কোম্পানির ব্যাপারে কীভাবে আস্থা করা যায় যে তারা কোনো একটি পণ্যে গাইয়ের পেশাব মেলায়নি। সুতরাং সমাধান হলো ওই কোম্পানির পণ্য পুরোপুরি বর্জন করতে হবে।

দারুল উলুম দেওবন্দের প্রেস সচিব আশরাফ উসমানী বলেছেন, পেশাব নাপাক, তা কোনো প্রাণীর হোক বা মানুষেরই হোক। এজন্য পেশাব মিশ্রিত পণ্য ব্যবহার সম্পূর্ণ অবৈধ।

সূত্র : বাসিরাত অনলইন

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ