রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই

কুমিল্লায় খেলাফত মজলিসের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা : রোববার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর যৌথভাবে কুমিল্লার কান্দিরপাড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির এক মানববন্ধন কর্মসূচী পালন করে। কুমিল্লা জেলা সভাপতি হাফেজ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন থানার নেতাকর্মী ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। বেলা ১১.৩০ থেকে ১২টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা উক্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানব বন্ধনে বক্তরা বলেন, স্কুল-কলেজের কিছু বিপদ গামী ছাত্র ইসলামকে কলুষিত করতে জঙ্গীবাদের আশ্রয় গ্রহণ করে। বিপদগামী হওয়ার মুল কারণ হলো ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়া। অল্প সংখ্যক লোকের কারণে সারা দেশের নিরাপত্তা আজ বিঘ্নিত। সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ সকল অপকর্ম দুর করতে হলে শিক্ষা সিলেবাসে ইসলামী শিক্ষার বিকল্প নেই। অথচ সরকারের ভিতর কিছু রাম-বাম ঘাপটি মেরে আছে, যারা ইসলামী ভাবধারার লিখা বাদ দিয়ে নাস্তিক ও হিন্দুদের লেখা প্রাধান্য দিতে চায়। বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায় এ জাতীয় কোন চক্রান্ত করলে জাতি তাদের কে ক্ষমা করবে না এবং যে কোন মূল্যে 'শিক্ষা খসড়া আইন ১৬' বাতিল করতে সরকারকে বাধ্য করে ছাড়বে ইনশাআল্লাহ।

মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাও. মুনীরুল ইসলাম, মাও. বাশারত ভূঁইয়া, হাফেজ মাও. সোলাইমান, মাও. ইমাম হোসাইন, মাও. আবুল বাশার, মাও. শাহজালাল, মাও. আমানুল্লাহ ও মাও. মুজাম্মেল হক প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ