বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

কুমিল্লায় খেলাফত মজলিসের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aaআমিনুল ইসলাম হুসাইনী, কুমিল্লা : রোববার দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা জেলা ও মহানগর যৌথভাবে কুমিল্লার কান্দিরপাড়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির এক মানববন্ধন কর্মসূচী পালন করে। কুমিল্লা জেলা সভাপতি হাফেজ ওয়ালী উল্লাহর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বিভিন্ন থানার নেতাকর্মী ও দায়িত্বশীলগণ অংশগ্রহণ করেন। বেলা ১১.৩০ থেকে ১২টা পর্যন্ত প্রায় আধা ঘন্টা উক্ত মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানব বন্ধনে বক্তরা বলেন, স্কুল-কলেজের কিছু বিপদ গামী ছাত্র ইসলামকে কলুষিত করতে জঙ্গীবাদের আশ্রয় গ্রহণ করে। বিপদগামী হওয়ার মুল কারণ হলো ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত হওয়া। অল্প সংখ্যক লোকের কারণে সারা দেশের নিরাপত্তা আজ বিঘ্নিত। সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ইভটিজিংসহ সকল অপকর্ম দুর করতে হলে শিক্ষা সিলেবাসে ইসলামী শিক্ষার বিকল্প নেই। অথচ সরকারের ভিতর কিছু রাম-বাম ঘাপটি মেরে আছে, যারা ইসলামী ভাবধারার লিখা বাদ দিয়ে নাস্তিক ও হিন্দুদের লেখা প্রাধান্য দিতে চায়। বাংলাদেশ খেলাফত মজলিস স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চায় এ জাতীয় কোন চক্রান্ত করলে জাতি তাদের কে ক্ষমা করবে না এবং যে কোন মূল্যে 'শিক্ষা খসড়া আইন ১৬' বাতিল করতে সরকারকে বাধ্য করে ছাড়বে ইনশাআল্লাহ।

মানব বন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারী মাও. মুনীরুল ইসলাম, মাও. বাশারত ভূঁইয়া, হাফেজ মাও. সোলাইমান, মাও. ইমাম হোসাইন, মাও. আবুল বাশার, মাও. শাহজালাল, মাও. আমানুল্লাহ ও মাও. মুজাম্মেল হক প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ