শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ইঞ্জেকশনের মাধ্যমে মোটা তাজা গরু চেনার উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

COW4আওয়ার ইসলাম: ঈদের আর বেশি দিন বাকি নেই। শুরু হয়ে গেছে কুরবানির হাট। প্রচুর ধুমধামে শুরু হচ্ছে কুরবানির পশু কেনা। সেইসাথে বাজারে ঢুকছে প্রচুর পরিমাণে ইঞ্জেকশন ওয়ালা মোটা তাজা গরু। এসব গরু মারাত্মক ক্ষতিকর। তাই গরু কেনার আগে এগুলো চেনার উপায়গুলো জেনে নিন।

→ট্যাবলেট খাইয়ে মোটাতাজা করা গরু চেনা খুব সজহ। যদি চেনার বিষয়গুলো আপনার জানা থাকে।

♦ অতিরিক্ত হরমোনের কারণে স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু র পুরো শরীরে পানি জমে মোটা দেখাবে। আঙুল দিয়ে গরুর শরীরে চাপ দিলে সেখানে দেবে গিয়ে গর্ত হয়ে থাকবে।

♦ স্টেরয়েড ট্যাবলেট খাওয়ানো বা ইনজেকশন দেয়া গরু হবে খুব শান্ত। ঠিকমতো চলাফেরা করতে পারবে না। পশুর ঊরু অনেক মাংসল মনে হবে।

♦ স্টেরয়েড ট্যাবলেট খাওয়ালে গরুর প্রস্রাব বন্ধ হয়ে যায়, এর ফলে শরীরে পানি জমতে শুরু করে। ফলে গরু মোটাতাজা দেখায়। এ গরু নির্দিষ্ট সময়ের মধ্যে জবাই না করলে মারাও যেতে পারে, অথবা শরীরের মাংস কমে যেতে পারে।

তবে যাই হোক না কেন, এমন গরু র মাংস খাওয়া খুবই বিদজ্জনক। কারণ ওই ওষুধ তীব্র তাপেও নষ্ট হয় না। ফলে মানবদেহে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।

ক্ষতিকর হরমোন ব্যবহার করা গরু দেখলেই চেনা যাবে।

→বিশেষ করে গরু র পা ও মুখ ফোলা থাকবে।
→শরীর থলথল করবে।
→অধিকাংশ সময় গরু ঝিমাবে।
→সহজে নড়াচড়া করবে না।
→এমনকি গরু র শরীরের যে কোনো অংশে চাপ দিলে ডেবে যাবে।

এ বিষয়ে ঢাকা সিটি করপোরেশনের পশু চিকিৎসক ডা. আজমত আলী বলেন, অতিমাত্রায় হরমোন ব্যবহার করলে গরু র শরীরে ব্যাপক পানি জমে। এতে গরু মোটাতাজা দেখায়। কিন্তু গরু র কিডনি, লিভার ও পাকস্থলি নষ্ট হয়ে যায়। এই গরুর মাংশ খেলে মানব দেহে নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ