রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


শীতাতপ নিয়ন্ত্রক পোশাক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

zaket-1 copyআওয়ার ইসলাম : গায়ের পোশাকই প্রচণ্ড গরমে এয়ার কন্ডিশনের মতো শরীর শীতল রাখতে সক্ষম হবে। মার্কিন গবেষকেরা পোশাকের জন্য এমন উপাদান তৈরি করেছেন। ওই উপাদান পোশাকের মধ্যে বুনে দিলে শরীর শীতল থাকবে। বাড়তি কোনো এয়ার কন্ডিশন প্রযুক্তির প্রয়োজন হবে না।

প্লাস্টিক থেকে তৈরি এই উপাদানকে গবেষকেরা ‘সাশ্রয়ী’ টেক্সটাইল বলছেন। ‘সায়েন্স’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধ। গবেষকেরা বলছেন, উষ্ণ অঞ্চলে যারা বাস করেন তাঁদের জন্য এই পোশাক কাজে লাগানো যাবে।

গবেষকরা বলছেন, যদি পুরো ভবনকে ঠান্ডা করার পরিবর্তে শুধু ব্যক্তিকে ঠান্ডা করা যায় তবে শক্তি সাশ্রয় হয়। শীতল পোশাক তৈরি করতে ন্যানোপ্রযুক্তি, ফোটোনিকস ও রসায়ন একসঙ্গে করা হয়েছে। এই টেক্সটাইল আরও উন্নত করতে কাজ চলছে।

এফএফ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ