শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

মাংস খাওয়ায় শীর্ষে যুক্তরাষ্ট্র, সবচেয়ে কম বাংলাদেশে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

meetআওয়ার ইসলাম: বিশ্বে সবচেয়ে বেশি মাংস খাওয়া হয় যুক্তরাষ্ট্রে। একজন মার্কিনি প্রতিবছর গড়ে ১২০ দশমিক ২ কেজি মাংস গ্রহণ করে। অন্যদিকে মাংস সবচেয়ে কম খাওয়া হয় বাংলাদেশে। একজন বাংলাদেশি প্রতিবছর গড়ে মাত্র চার কেজি মাংস খেতে পান। ভারতীয়রাও এর চেয়ে বেশি মাংস খায় (৪ দশমিক ৪ কেজি)।

সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে মাংস গ্রহণের দিক থেকে শীর্ষ ১০টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। একইভাবে সর্বনিম্ন মাংস গ্রহণের ১০টি দেশের কথাও জানানো হয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার ২০০৯ সাল পর্যন্ত করা একটি প্রতিবেদনের ভিত্তিতেই এই তালিকা করা হয়েছে। আর এখানে মাংস বলতে যেকোনো প্রাণীর মাংসই বোঝানো হয়েছে।

তালিকা অনুযায়ী মাংস গ্রহণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রের পর আছে মধ্যপ্রাচ্যের ছোট দেশ কুয়েত। যেখানে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ১১৯ দশমিক ২ কেজি। ক্রম অনুযায়ী শীর্ষ ১০-এ থাকা অপর দেশগুলো হলো—অস্ট্রেলিয়া (১১১ দশমিক ৫ কেজি), বাহামাস (১০৯ দশমিক ৫ কেজি), লুক্সেমবার্গ (১০৭ দশমিক ৯ কেজি), নিউজিল্যান্ড (১০৬ দশমিক ৪ কেজি), অস্ট্রিয়া (১০২ কেজি), ফরাসি পলিনেশিয়া (১০১ দশমিক ৯ কেজি), বারমুডা (১০১ দশমিক ৭ কেজি), আর্জেন্টিনা (৯৮ দশমিক ৩ কেজি)।

এদিকে, মাংস গ্রহণে সর্বনিম্ন দেশগুলো মধ্যে বাংলাদেশের আগে আছে ভারত। দেশটিতে মাংস গ্রহণের হার প্রতিবছর মাথাপিছু ৪ দশমিক ৪ কেজি। ক্রম অনুযায়ী অপর দেশগুলো হলো—বুরুন্ডি (৫ দশমিক ২ কেজি), শ্রীলঙ্কা (৬ দশমিক ৩ কেজি), রুয়ান্ডা (৬ দশমিক ৫ কেজি), সিয়েরালিয়ন (৭ দশমিক ৩ কেজি), ইরিত্রিয়া (৭ দশমিক ৭ কেজি), মোজাম্বিক (৭ দশমিক ৮ কেজি), গাম্বিয়া (৮ দশমিক ১ কেজি), মালাওয়ি (৮ দশমিক ৩ কেজি)।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ