শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫ ।। ২১ চৈত্র ১৪৩১ ।। ৬ শাওয়াল ১৪৪৬


‘সন্ত্রাস কমাতে সবাইকে ধর্ম চর্চা করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

voice-of-youthএম এ মান্নান; ফুলপুর থেকে

ময়মনসিংহের ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ অডিটরিয়ামে শুক্রবার সকালে ফুলপুর এডিপি, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত ভয়েজ অব ইয়োথস’ যুব সমাবেশ ২০১৬ অনুষ্ঠাষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলহাজ অ্যাড. আবুল বাসার আকন্দ বলেন, যুবক যুবতীদের কুরআন হাদিসের আলোকে নৈতিক শিক্ষা দিতে হবে। তাদের করণীয় বর্জনীয় সম্বন্ধে সুষ্ঠু ও সুন্দর ধারণা দিতে হবে।

তিনি বলেন, শুধু মুসলিম নয় যে কোন ধর্ম অনুসারীকে তার ধর্ম চর্চা করতে হবে। তাহলে সন্ত্রাস অন্যায় অবিচার কমে আসবে।

ফুলপুর এডিপি ম্যানেজার ইউজিন রড্রিক্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান, অফিসার ইন-চার্জ আলী আহম্মেদ মোল্লা, অধ্যক্ষ রওশন আরা বেগম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল বাশার ভুইয়া, লাইভলিহুড সিকিউরিটি প্রজেক্ট ম্যানেজার প্রদীপ কুমার রূরাম, স্পন্সরশীপ অ্যান্ড চাইল্ড প্রোটেকশন টীম লীডার পলিনূস প্রবাল আজিম  প্রমুখ।

আরআর


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ