বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু করেছে

যদি টিভি দেখা ছেড়ে দেন তাহলে কী হবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tv5আওয়ার ইসলাম: আপনি কি টেলিভিশনের পাগল ভক্ত? নাকি মাঝে মাঝে টিভির সামনে বসেন? উত্তর যাই হোক, প্রশ্ন হলো আপনি কি টিভি দেখা ছেড়ে দিতে পারবেন? স্বাভাবিকভাবেই উত্তর হবে সম্ভব নয়। কিন্তু এই প্রশ্ন একবার মনে আনুন তো, সত্যিই যদি টিভি দেখা ছেড়ে দেই তবে জীবনে কোনো পরিবর্তন আসবে কি?

এরকম এক চিন্তাই এসেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারীর মাথায়। তার নাম ক্যাডিন্স বাবিনেক। তবে উত্তর খোঁজার জন্য অন্যের উপর বিষয়টা ছেড়ে দেননি তিনি। পরীক্ষার জন্য নিজেই ছেড়ে দিয়েছেন টিভি দেখা। টানা দুই বছর তিনি টিভির সামনাসামনি হননি।

দুই বছর পর তিনি সাংবাদিকদের সঙ্গে বিষয়টি নিয়ে আলাপকালে বলেন, আমি শুরুর জীবনে ছিলাম হাসিখুশি ও প্রাণবন্ত। কিন্তু যুক্তরাষ্ট্রের পপ কালচার ও টিভি সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার পর ভেতরে অস্থিরতা প্রবেশ করতে থাকে। সময়ও খুব দ্রুত চলে যেত। যা জীবনকে কঠিন করে তুলছিল। কিন্তু এসব ছেড়ে দেয়ার পর মনে হচ্ছে দিনের অফুরন্ত সময় আমার হাতে আছে।

ক্যাডিন্স বলেন, প্রথমে এটা কেউ বিশ্বাসই করেনি টিভি দেখা ছাড়া এত দীর্ঘ সময় কাটানো সম্ভব। কেননা বর্তমান পরিস্থিতিতে বিষয়টি সত্যিই জটিল।

ক্যাডিন্সের মতে, এখন তিনি কাজের জন্য প্রচুর সময় পান। এছাড়াও আত্মীয়দের সঙ্গে যোগাযোগ উন্নত হয়েছে। অথচ এসব নিয়ে ব্যস্ত থাকায় এক সময় বন্ধু বান্ধব ও নিকটাত্মীয়দের সঙ্গেও যোগাযোগের সময় ও তাগিত হতো না।

ক্যাডিন্স বলেন, অস্থিরতার জন্য এক সময় ইউনিভার্সিটি ও লাইব্রেরিতে সময় দিতে পারতাম না। কিন্তু এখন খুব সহজেই এটি সম্ভব হচ্ছে। আর টিভি ছেড়ে দেয়ায় সবচেয়ে বড় যা হয়েছে তা হলো জীবনের আমূল পরিবর্তন। তিনি আর ভবিষ্যতেও টিভি দেখবেন না বলেই জানিয়েছেন।

সূত্র: কুদরত ডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ