শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মসজিদে নববীতে এক দিনে বিতরণ ১৮৩ টন জমজমের পানি কলকাতায় বাংলাদেশি ইলিশের দাম চড়া, আগ্রহ হারাচ্ছে ক্রেতারা মাদরাসাতুল কুরআনে ‍দুই দিনব্যাপী সিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত আগামী সরকার জুলাই আত্মত্যাগকে ধারণ করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা  ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: এ টি এম আজহার ৩৭ বছরের ইমামকে রাজকীয় বিদায় ইমাম-খতিবদের হয়রানি বন্ধে হেফাজতের ‘বিশেষ সেল’ খোলার আহ্বান এদেশের সব ভালো কাজেই বিএনপির অবদান রয়েছে: মির্জা ফখরুল সংকট এড়িয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখার আহ্বান সালাহউদ্দিনের জামায়াতের আমির হামযার বক্তব্যের কড়া প্রতিবাদ মুহসীন হল শিক্ষার্থীদের

ঢাকাই বিরিয়ানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

birianiআওয়ার ইসলাম: বিরিয়ানি কথা শুনলে জিভে জল আসে সবারই। খেতে বসে কেউ খেতে পারেন কেউ পারেন না। কিন্তু খেতে না পারলেও বিরিয়ানির আকর্ষণ কমে না। আমাদের দেশের সব অঞ্চলে খাবারটি প্রচলিত থাকলেও মূলত বাংলাদেশে বিরিয়ানি ঢাকার খাবার। জেনে নিন ঢাকাই বিরিয়ানি রান্নার রেসিপি।

মাংসের জন্য

খাসির মাংস ২ কেজি,  টক দই ১ কাপ, মিষ্টি দই সিকি কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা বাটা ২ টেবিল-চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, শাহি জিরা বাটা ১ চা চামচ, দারু চিনি ৪ টুকরা,  এলাচ ৪ টি, লবঙ্গ ৬ টি, তেজ পাতা ৪টি, আলু বোখারা ৮ টি, শুকনা মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ স্বাদমতো, তেল আধা কাপ, বেরেস্তা আধা কাপ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জায় ফল-জয়ত্রি গুঁড়া আধা চা-চামচ।

ভাতের জন্য

আধা কেজি আলু ঘি দিয়ে ভেজে আধা সেদ্ধ করে নিতে হবে। পোলাও য়ের চাল ১ কেজি, পেঁয়াজ বাটা ২ টেবিল-চামচ, আদা বাটা ১ টেবিল-চামচ, পোস্ত দানা বাটা ১ টেবিল-চামচ, বাদাম বাটা ১ টেবিল-চামচ, টক দই আধা কাপ, মালাই আধা কাপ, লবণ স্বাদ মতো, বেরেস্তা ১ কাপ, কিশ মিশ ১ টেবিল-চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল-চামচ, দার চিনি ৬ টুকরা, এলাচ ৬টি, লবঙ্গ ৮ টি, কেওড়ার জল পৌনে এক কাপ, কাঁচা মরিচ ৮-১০ টি।

যে ভাবে রাঁধবেন:

মাংস ধুয়ে পানি ঝরিয়ে সব উপকরণ দিয়ে মাখিয়ে ২ ঘণ্টা রেখে দিন।এবার মাঝারি আঁচে কষিয়ে পরিমাণ মতো পানিদিয়ে মাংস রান্নাকরুন। মাংস সেদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে বেরেস্তা, জায়ফল-জয়ত্রি গুঁড়া, গরম মসলার গুঁড়া দিয়ে নামান। অপরদিকে চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন, কেওড়ার জলে জাফরান ভেজান।অন্য হাঁড়িতে ঘি গরম করে সব মসলা কষিয়ে চাল দিয়ে ভাজুন। এবার এতে ৫ কাপ গরম পানি দিয়ে লবণ, দই দিয়ে ঢেকেদিন।পানি কমে এলে দুধের সঙ্গে পোস্ত দানা ও বাদাম বাটা গুলিয়ে পোলাওয়ে দিয়ে অল্প আঁচে ২০ মিনিট রাখুন।হাঁড়িতে অর্ধেক পোলাও উঠিয়ে দুই স্তরে মাংস, পোলাও, মালাই,  আলু,  কাঁচা মরিচ, বেরেস্তা, কিশমিশ,  পেস্তা বাদাম, কেওড়ার জলে ভেজানো জাফরান দিয়ে সাজিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে৩০মিনিট দমে রাখুন। নামিয়ে পরিবেশন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ