বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

শ্রীমঙ্গল ছাত্র মজলিসের সভাপতি হলেন সাদিক, আতিক সেক্রেটারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sohailএহসান বিন মুজাহির, মৌলভীবাজার

ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা শাখার বার্ষিক সহযোগি সদস্য সমাবেশ ৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৩টায় সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে সহযোগী সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০১৬-২০১৭ সেশনের জন্য শ্রীমঙ্গল উপজেলা সভাপতি সাদিকুর রহমান নির্বাচিত ও সেক্রেটারি আতিকুর রহমান মনোনীত হন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাত্র মজলিসের সদ্যবিদায়ী কেন্দ্রীয় সভাপতি মাওলানা সোহাইল আহমদ।

মাওলানা সোহাইল আহমদ বলেছেন, সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর যে পৈশাচিক হামলা চালানো হয়েছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। একের পর এক এ ধরনের অমানবিক ও পৈশাচিক ঘটনায় প্রশ্ন দেখা দিয়েছে এর শেষ কোথায়? তনু, মিতু, আফসানা, রিশার পর এবার খাদিজার ওপর হামলা হলো। অপরাধারীরা এতোটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তারা কোনো কিছুর তোয়াক্কা করছে না। প্রকাশ্য দিবালোকে জনারণ্যে চাপাতির কোপে ক্ষতবিক্ষত সিলেট সরকারি কলেজের মেধাবী ছাত্রী খাদিজা নার্গিসকে। এহেন বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি একটি মানবিক সমাজ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবমনোনিত মৌলভীবাজার জেলা সভাপতি মুহাম্মদ ফরহাদ সাইফুল্লাহ, সদ্যবিদায়ী জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ এহসানুল হক, নবমনোনিত জেলা সেক্রেটারি ইবরাহিম খলিল, খেলাফত মজলিস শ্রীমঙ্গল উপজেলা সহসভাপতি মাওলানা এম.এ রহীম নোমানী, প্রতিষ্ঠাকালীন ছাত্র মজলিস শ্রীমঙ্গল উপজেলা সভাপতি মাওলানা দিলওয়ার হোসাইন, সাবেক শ্রীমঙ্গল উপজেলা সভাপতি হাফেজ শুয়াইবুর রহমান চৌধুরী, সদ্যবিদায়ী শ্রীমঙ্গল উপজেলা সভাপতি খালিদ সাইফুল্লাহ প্রমুখ।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ