শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

বিয়ে করেছেন ১০৭ টি; আরো একটির ঘোষণা দিলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

naigerianআবিদ আনজুম

বিয়েকে বলা হয় দিল্লিকা লাড্ডু। জো খায়ে গা ও ভি পস্তায়ে জো না খায়ে ও ভি। তবে প্রবাদের এই সমিকরণ পাল্টে দিয়েছেন এক নাইজেরিয়ান। গল্পটা সাম্প্রতিক।

বিয়ে জীবনের অবধারিত অংশ। ইসলামে চার বিয়ের অনুমোদন রয়েছে। তবে এক বিয়ের ঝামেলাকেই পাহাড় মনে করেন অধিকাংশ মানুষ। সেই ধকলে পেরে উঠার যুদ্ধ করে যেতে হয় পুরোটা সময়। পুরোটা জীবন। কিন্তু খবরের এই নাইজেরিয়ান গল্পের মতোই পাল্টে দিলেন সব আপদের খবর। তিনি একটি নয় বিয়ে করেছেন ১০৭টি। আশ্চর্যের খবর হলো মৃত্যুর কাছাকাছি সময়ে এসে তিনি আরো একটি বিয়ের ঘোষণা দিয়েছেন।

ইনডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ে পাগল এই ব্যক্তির নাম মুহাম্মদ বিলো আবু বকর। তার বয়স ৯২ বছর। মৃত্যুর কাছাকাছি সময়ে এসে তার নতুন বিয়ের ঘোষণা চমক সৃষ্টি করেছে। তবে রিপোর্টে বলা হয়েছে, আবু বকর ৯২ বছর বয়সী হলেও শারীরিকভাবে এখনো বেশ সক্ষম এবং বিয়ের ক্ষমতা রাখেন।

বিয়ে পাগল এই ব্যক্তির সন্তানের সংখ্যা ১৮৫ জন। এর মধ্যে অনেকে মৃত্যু বরণও করেছে। আবু বরক বলেন, বিয়ে করা আমার জীবনের বড় হবি। মৃত্যুর আগ পর্যন্ত আমি এটি চালিয়ে যেতে চাই।

নাইজেরিয়ার সংবাদ পত্রের ভাষ্য অনুযায়ী, আবু বকর এ পর্যন্ত ১০৭ বিয়ে করেছেন। যার মধ্যে টিকে আছে ৯৭ টি।

বিয়ে নিয়ে আবু বকরের এক মন্তব্যে নাইজেরিয়ার সরকার তাকে একবার গ্রেফতারও করেছিল। তিনি ইসলামি আইন অস্বীকার করে বলেছিলেন, ইসলামে চার বিয়ের কথা উল্লেখ করা হয়নি বরং বলা হয়েছে শারীরিক সক্ষমতা অনুযায়ী বিয়ে করো।

সূত্র: ডেইলি পাকিস্তান উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ