বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার সুদানে জানাজায় হামলা, নিহত ৪০

১০ টাকার চালে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chalআওয়ার ইসলাম: ১০ টাকা কেজি দরে চাল বিক্রিতে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সরকারের 'খাদ্য বান্ধব কর্মসূচির' আওতায় হতদরিদ্রদের মাঝে ওই দামে চাল বিক্রয় কার্যক্রম মনিটরিং এবং অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে দুদকের সারাদেশের সমন্বিত জেলা কার্যালয়গুলোর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

দুদক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ এরইমধ্যে জারি করা হয়েছে।

জানা গেছে, গত মাসের শুরুতে সরকার জনকল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে সুলভ মূলে ওই চাল বিক্রয় কার্যক্রম শুরু করে। এই কর্মসূচির শুরুতেই গণমাধ্যমে প্রকাশিত ওই চাল বিক্রিতে অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের খবর দুদকের নজরে আসে।

দুদকের অফিস আদেশে বলা হয়, অনিয়ম, দুর্নীতির কারণে দেশের গরিব, সীমিত আয়ের মানুষদের জন্য পরিচালিত এই কর্মসূচি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বাস্তবতার নিরিখে এই বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখা দুদকের অপরিহার্য কর্তব্য।

জানা গেছে, দেশের দরিদ্র জনগোষ্ঠীকে কিছুটা হলেও সহায়তার মনোভাব নিয়ে সরকার দেশের অর্ধকোটি মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রয় কার্যক্রম শুরু করেছে। এই চাল বিক্রির সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিদের অনেকে এক্ষেত্রে অনিয়ম, দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছে—উল্লেখ করে এরইমধ্যে গণমাধ্যমে নানা খবর প্রকাশ হয়েছে।

এই কর্মসূচির সঙ্গে জড়িত অসাধু, দুর্নীতিবাজ কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের চিহ্নিত করে দুদক আইনের আওতায় আনতে চায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ