বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু করেছে

যে কোনো সময় বেফাকের সাথে বসতে প্রস্তুত আছি: মাওলানা রুহুল আমিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mamunul-haqআওয়ার ইসলাম: আজ শনিবার বিকেলে ঢাকার উত্তরায় তরুণ প্রজন্মের প্রতিনিধিদের সাথে বৈঠককালে মাওলানা রুহুল আমিন বলেন, বেফাকের নিয়মতান্ত্রিকভাবে দায়িত্বপ্রাপ্তদের সাথে বসতে কোনো আপত্তি নেই। যে কোনো সময় যে কোনো স্থানে বসতে প্রস্তুত আছি।

ফেসবুক একটিভিস্ট সংগঠন চেতনায় কওমি মাদরাসার প্রতিনিধিরা কওমি মাদরাসা সনদের স্বীকৃতির প্রশ্নে বড়দের পরস্পর দূরত্ব কমানোর মানসিকতা নিয়ে তার ব্যক্তিগত কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, মাওলানা মামুনুল হক, মুফতি সাখাওয়াত হোসাইন, মাওলানা হাসান জামিল, মুফতি এনায়েতুল্লাহ, মাওলানা ওয়ালী উল্লাহ আরমান এবং মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।

মাওলানা রুহুল আমিন আরও বলেন, বাংলাদেম কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক অফিসিয়াল রেজ্যুলেশনের মাধ্যমে বা বেফাকের চেয়ারম্যান আল্লামা আহমদ শফীর নির্বাচিত প্রতিনিধিদের সাথে গহরডাঙ্গার বোর্ডসহ বাকি সবাই বসতে রাজি আছে। নিয়মতান্ত্রিকভাবে আমাদেরকে জানালে আমি দায়িত্ব নিয়ে সব বোর্ডের প্রতিনিধিদের নিয়ে বসতে চাই।

তিনি সংশয় প্রকাশ করে বলেন, যদি বেফাক দায়িত্বশীল প্রতিনিধি চূড়ান্ত না করে, মিডিয়া বা অন্য যে কেউ প্রশ্ন তুলবে তারা আসলেও বেফাকের প্রতিনিধি কি না। এবং দায়িত্বপ্রাপ্ত না হলে বৈঠকে বসেও কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। ফলপ্রসূ বৈঠক করতে হলে বেফাককে অফিসিয়ালভাবে দায়িত্বশীল প্রতিনিধি চূড়ান্ত করতে হবে।

এফএফ

http://ourislam24.com/2016/11/05/%e0%a6%ae%e0%a7%81%e0%a6%ab%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ