বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বিএনপি-জামায়াতের বাইরে নতুন রাজনৈতিক জোটের উদ্যোগ এনসিপির  মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের কারণ পাইলটের উড্ডয়ন ত্রুটি পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে আবারও পুরস্কার ঘোষণা বিশাল স্বর্ণ ভান্ডার মিলল পাকিস্তানে একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬

গুনাহের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur5এম এ মান্নান, ফুলপুর থেকে: ময়মনসিংহের ফুলপুরে জামিয়া মাদানিয়া দারুল উলূম গোদারিয়া মাদরাসা হলরুমে রোববার বিকেলে এক ইসলাহী মাজলিস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জামিয়া ইসলামিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মুফতী নুরুল ইসলাম।

মুফতী নুরুল ইসলাম তার বয়ানে বলেন, ছোট গুনাহকেও ছোট মনে করতে নেই। গুনাহের দ্বারা আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নষ্ট হয়ে যায়। দুখুলে জান্নাতের জন্য এই ছোট গুনাহ্ই বাধা হতে পারে বলেও তিনি বলেন।

তিনি আরও বলেন, কুরআন তিলাওয়াতের পূর্বে সালাম দেয়া বিদআত। এই রুসম বর্জন করতে হবে। কিতাবী ইলমের দ্বারা তায়াল্লুক মায়াল্লাহ হয় না বরং এর জন্য কোন অলীর সুহবত প্রয়োজন বলে এই শায়েখ মনে করেন। তিনি সবাইকে মাওলার সাথে সম্পর্ক স্থাপনের আহ্বান জানান।

জামিয়ার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা আব্দুল খালেকের উপস্থাপনায় আরও বয়ান করেন, আদর্শ মাদরাসার পরিচালক মাওলানা আবু রায়হান। এ সময় নায়েবে মুহতামিম মাওলানা আবুল কাসেম, এক্সিলেন্ট স্কুল অ্যান্ড মাদরাসার প্রিন্সিপাল মাওলানা এম এ মান্নান, মাদরাসা সাইয়্যেদেনা ওমর ফারুক (রা)’র পরিচালক মুফতী আব্দুল্লাহ আল মাশুকসহ বিভিন্ন মাদরাসার ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন।

বয়ানের আগে হযরতকে মাদরাসার পক্ষ থেকে একটি আরবী মানপত্র প্রদান করা হয়। মানপত্র পাঠ করেন, নাজিমে তালীমাত মাওলানা সাইফুল ইসলাম।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ