রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

কারাগারে ‘হঠাৎ অসুস্থ’, বিএনপি নেতার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

photo-1478929085-1আওয়ার ইসলাম: গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গাওসুল আজম ডলার (৫০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন। আজ শনিবার সকালে কারাগার থেকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।

গাওসুল আজম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে চিকিৎসকরা প্রাথমিকভাবে ধারণা করছেন। গাওসুল আজম গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার আফতাব খন্দকারের ছেলে।

গাওসুল আজমের মৃত্যুর ব্যাপারে গাইবান্ধা জেলা কারা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। কারাগারের জেলারের বরাত দিয়ে জেলা পুলিশ সুপার মাসুদার রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ বোধ করেন বিএনপি নেতা গাওসুল আজম। দ্রুত তাঁকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে গাওসুল আজমের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।

পুলিশ সুপার জানান, কিছু আইনি প্রক্রিয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনপি নেতার মৃত্যুর ব্যাপারে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস আই এম শাহীন জানান, সকালে গাওসুল আজম ডলারকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। তাকে ভর্তি করার পর দায়িত্বরত চিকিৎসক প্রয়োজনীয় চিকিৎসা দেন। কিন্তু হার্টের সমস্যা থাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া তিনি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, গাওসুল আজম ডলার তুলসীঘাটে যাত্রীবাসী বাসে পেট্রোলবোমা হামলা মামলার অভিযোগভুক্ত আসামি। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই পরোয়ানায় গত ৫ অক্টোবর রাত ১১টার দিকে পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে জেলা কারাগারে পাঠানো হয়।

সূত্র: এন টিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ