বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াতের ৯৩ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা  অন্তর্বর্তী সরকারের আমলেই শুরু তিস্তা প্রকল্পের কাজ: আসিফ মাহমুদ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ নিউইয়র্কে ১০ লাখ মুসলিম মর্যাদার সঙ্গে বসবাস করবেন: মেয়র মামদানি টাইফুন কালমেগির আঘাত ফিলিপাইনে, নিহত ৬৬ ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানকে জনসমুদ্রে পরিণত করার আহ্বান  ত্রাণ প্রবেশে বাধা, যুদ্ধবিরতিতেও ক্ষুধার্ত গাজা আফগানিস্তান প্রথমবারের মতো রাশিয়ায় আপেল রপ্তানি শুরু করেছে

শান্তির পতাকা উড়লো আজমিরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

201-660x330আওয়ার ইসলাম: শান্তির পতাকা উড়লো আজমিরে। রাজস্থানে হযরত খাজা মঈনুদ্দীন চিশতি আজমেরি রহ. দরগাহে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব শান্তি সম্মেলন। ভারতে প্রথমবারের মতো এক মঞ্চে সমবেত হলেন সব মত ও পথের মুসলমান। জমিয়তে উলামায়ে হিন্দ সম্মেলনটির আয়োজন করে। সম্মেলনে বিশ্বের নানান দেশের ইসলামি নেতারা উপস্থিত হয়েছিলেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা ক্বারি সৈয়দ মোহাম্মদ উসমান মনসুরপুরী, ও জেনারেল সেক্রেটারি সৈয়দ মাহমুদ আসআদ মাদানী, জমিয়ত কলকাতা সভাপতি মন্ত্রী মাওলানা সিদ্দিক উল্লাহ, বাংলাদেশ থেকে উপস্থিত ছিলেন মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, দারুল দেওবন্দের মজলিসে আমেলার রুকন মাওলানা রহমত উল্লাহ কাশ্মীরি, আন্দা প্রদেশের সভাপতি মাওলানা পীর শিব্বির আহমদ, কর্ণাটকের সভাপতি মুফতি ইফতেখার আহমদ কাসেমি, মাহারাষ্ট্রের সভাপতি মাওলানা হাফেজ নদীম আহমদ সিদ্দিকী, গুজরাটের সভাপতি মাওলানা রফিক আহমদ, মধ্যপ্রদেশের সভাপতি এড হাজি মোহাম্মদ হারুন, রাজস্থান ইউপি সভাপতি মাওলানা মতিনুল আহ উসমান কাসেমি, সেন্ট্রাল শরিয়া কাউন্সিলের জেনারেল সেক্রেটারি মাওলানা মাজউদ্দীন আহমদ কাসেমি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র উস্তাদ মাওলানা সালমান বিজনুরী নকশবন্দি প্রমুখ।

202

মাজারের প্রধান খাদেম সৈয়দ মঈন সরদার চিশতি ও মাজার সেক্রটারী ওয়াহিদ হুসাইন চিশতি, আন্জুমানে গদিনিশীন পীর আরেফ হুসাইন চিশতি তাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উলামায়ে হিন্দকে লাল পাগরী পড়িয়ে দিয়ে ব্যতিক্রমি সংবর্ধনার মাধ্যমে অভ্যার্থনা জানানো হয়।

মাজারের প্রধান খাদেম খাজা আরিফ হুসাইন চিশতি বলেন, এরাই আমাদের আকাবির। মুসলিম হিসাবে এক হয়ে এটাই ভারতের সকল মতের মুসলমানের প্রথম শান্তি সম্মেলন। এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঐতিহাসিক দিন। সর্বভারতীয় আলেমরা আজ মুসলিম হিসেবে ঐক্যবদ্ধ।

সম্মেলনে দেওবন্দি উলামায়ে কেরাম ছাড়াও রায়লভী, বেরলভী, বদরপুরী, সহ সকল মতাদর্শি উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।

এফএফ

পার্কে শিক্ষার্থীদের ডেটিং বন্ধে পুলিশের অভিযান!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ