রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

মোজাম্বিকে তেলবাহী ট্রাক বিস্ফোরণ: নিহত ৭৩, আহত শতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb6c657a5375hsxa_800c450আওয়ার ইসলাম: মোজাম্বিকের পশ্চিম অংশে জ্বালানি তেলের ট্রাকে বিস্ফোরণের ঘটনায় বহু ব্যক্তি নিহত হয়েছে। লোকজন একটি উল্টে পড়ে থাকা ট্রাক থেকে পেট্রল নেওয়ার সময় এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে খবর পাওয়া গেছে। এতে আরো একশ জনের বেশী আহত হয়েছে।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম মোজাম্বিকের টেটে প্রদেশের ক্যাপিরিদজাং গ্রামে পেট্রলের ট্রাকে বিস্ফোরণ ৭৩ জন নিহত হওয়ার পাশাপাশি আরো ১১০ জন আহত হয়েছেন। আহতের মধ্যে অনেকের অবস্থা গুরুতর বলে বিবৃতিতে বলা হয়েছে।

দেশটির বেইরা বন্দর নগরী থেকে মালাবির দিকে তেল নিয়ে যাচ্ছিল ট্রাকটি। তবে ঘটনাটির প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় নি। অতিরিক্ত তাপের কারণে এ বিস্ফোরণ ঘটে থাকতে পারে বলে এর আগে সরকারি এক বিবৃতিতে বলা হয়েছিল। অবশ্য স্থানীয় লোকজনের অতর্কিত আক্রমণের কারণে ওই ঘটনা ঘটেছে বলে মোজাম্বিকের তথ্য মন্ত্রণালয়ের পরিচালক জোয়াও মানাসিস দাবি করেছেন।

এদিকে, উদ্ধার কার্যক্রম পরিদর্শন এবং তদন্ত করার লক্ষ্যে সরকারের তিনজন মন্ত্রী ওই গ্রামে ছুটে গেছেন বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়েছে। বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি মোজাম্বিক। দেশটির জনসংখ্যা দুই কোটি ৪০ লাখ। বেশির ভাগ জনগণ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। গত অক্টোবরে জ্বালানী তেলের দাম আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় দেশটির মুদ্রাস্ফিতীর হার অনেক বেড়ে গেছে।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ