শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭


মুসলিম নারীদের জন্য পার্সনাল ল’ বোর্ডের ঐতিহাসিক সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

talaq1

ওয়ার ইসলাম: কলকাতায় অনুষ্ঠিত সর্ব ভারতীয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের ২৫ তম সভায় ৭৫ জনেরও বেশি নারী প্রতিনিধি এবং ৫০ জনের মতো নারী সদস্য অংশ গ্রহণ করেন। তারা তাদের মূল্যবান প্রস্তাবনা এবং অভিমত জানান বোর্ডকে। তিনদিনের কলকাতা সভায় মুসলিম ল’বোর্ড তাদের একটি নারী শাখা গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বোর্ডের ইতিহাসে এটা নজিরবিহীন। এই নারী শাখার আহ্বায়কের দায়িত্ব আসমা জোহরার উপর অর্পিত হয়েছে। এই শাখার নেতৃত্বে সারা ভারত জুড়ে সংস্কারমূলক কাজকর্ম করা হবে বলে সাংবাদিক সম্মেলনে জানান মুসলিম নেতারা।

এছাড়া সারা ভারতব্যাপি নারীদের সহায়ক পরিসেবা গড়ে তোলার সিদ্ধান্তও এসেছে এবারের সভায়। উর্দু, হিন্দি, ইংরেজি সহ সাতটি ভাষায় টোল ফ্রি সেন্টার গড়ে তোলা হবে। বিভিন্ন পারিবারিক সমস্যায় দারুল কাজায় এলে আরো আটটি আঞ্চলিক ভাষায় নারীদের পরামর্শ ও প্রয়োজনীয় নির্দেশাবলি দেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন মুসলিম পার্সোনাল’ল বোর্ডের এসব পদক্ষেপ মুসলিম নারীদের জন্য বিরাট সুফল বয়ে আনবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ