শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


আরাকান নিয়ে মুহিব খানের কবিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান
muhib khan

হে আরাকান!
মরবে যখন লড়েই মর,
হে আরাকান! বন্ধু প্রাণের!
আসবে বিজয়, খুব দূরে নয়,
সুর শোনো ওই বিজয়গানের।

অনন্তকাল জ্বলবে না আর
অত্যাচারীর লাল কড়াইয়ে।
রক্ত-ছাইয়ের হিসাব রাখো,
সব চুকাবো শেষ লড়াইয়ে।

বাংলাদেশের অজস্র হাত
হাত মেলাবে তোমার হাতে।
জাগবে ঈমান বঙ্গসেনার
ছুটবে তারাও প্রত্যাঘাতে।

হয়- আরাকান মুক্ত হবে,
স্বাধীন দেশের শক্তি বলে।
নয়- আরাকান যুক্ত হবে
বাংলাদেশের ঝাণ্ডাতলে।

হে আরাকান! তোমার নিশান
আঁকছি আমি নতুন করে।
যে গান তোমায় প্রাণ যোগাবে
লিখছি সে গান তোমার তরে।

ইলহাম : বাদ মাগরিব,
১৯/১১/২০১৬ শনিবার।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ