শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ঈমান শক্ত করুন : অভিনেত্রী শবনম ফারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

iman4
জুলফা ইসলাম : সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিড়ম্বনার শিকার হয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। গত বৃহস্পতিবার ফেসবুকে তার পোস্ট করা একটি ছবিতে নোংরা মন্তব্য করেন কয়েকজন ভক্ত। পরে বিষয়টি নিয়ে ফেসবুকে একটি ভিডিও বার্তার মাধ্যমে এসব মন্তব্যের কড়া জবাব দেন নায়িকা।   ভিডিও বার্তায় শবনম ফারিয়া বলেন, ফেসবুকে আমার ছবি আপলোড নিয়ে নানা জনের মন্তব্যে আমি সত্তিই অবাক। বাজে মন্তব্যগুলো যখন আমার এডমিন ডিলিট করছিল, তখন আমি বললাম ডিলিট করো না। আমি দেখি মানুষ কত নিচে যেতে পারে।

শবনম ফারিয়া বলেন,  ফোলহাতা জামা, সারা গা ঢাকা শরীর দেখে যদি আপনাদের সমস্যা হয়; তাহলে আপনারা এই ঈমান  নিয়ে পুলসিরাত পার হবেন কি করে? আর আমাদের ধর্মে বলে ছেলেদের নজর  খুব অবনত রাখতে। আমাদের ধর্মে বলে, কজন মেয়ের দিকে  একবারই তাকানো যায়, সেকেন্ট টাইম তাকাতে হয় না।

বিপরীতে আপনাদের ঈমান যদি এতটাই  শক্ত হয় তাহলে ফেসবুকে মডেল নায়িকাদের অনুসরণ করেন কেন?  এটা তো বিশাল গোনাহ।

শবনম ফারিয়া  আরও বলেন,  কে বুকে ওড়না দিল, না দিল তাতে আপনাদের কী আসে যায়? আমি আপনার গার্লফ্রেন্ডও না, বউও না, বোনও না। তো আমি কী ছবি দিলাম কী করলাম তাতে আপনাদের এতো মাথা ব্যাথা কেন? আমার বাবা-মা, বোন সবাই তো হজ করা। তাদের তো কোনো সমস্যা নাই। আপনাদের এতো সমস্যা কেন। আমারও তো অনেক কিছুই ভালো লাগে না। সেগুলো আমি ইগনোর করি। আপনার ভালো না লাগলে আপনিও সেগুলো ইগনোর করুন।

ঈমান শক্ত করুন, এই ঈমান নিয়ে পুলসিরাত পার হতে পারবেন না। যেসব ঈমান আপনারা দেখান এগুলো ঈমান না।

আআ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ