শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১

কবর প্রস্তুত; জানাজা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jamshed8

আওয়ার ইসলাম: গত ৭ ডিসেম্বর পাকিস্তানে বিমান বিধ্বস্তে নিহত সঙ্গীত শিল্পী জুনায়েদ জামশেদের কবর প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর আগে আল্লামা তাকি উসমানির কাছে প্রকাশ করা ইচ্ছে অনুযায়ী তাকে দারুল উলুম করাচির মাঠেই দাফন করা হবে।

এর আগে আজ সকালে জুনায়েদ জামশেদ ও তার স্ত্রীর ডিএনএ সহ অন্যান্য কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন তার ভাই হুমায়ুন জামশেদ। সবার সঙ্গে আলাপ করে জানাজার স্থানও ঠিক করা হয় দুপুরে।

জনমনে ক্ষোভ; কী দেখানো হচ্ছে ‘সুলতান সুলেমানে’?

জানা যায়, জুনায়েদ জামশেদের জানাজা মঙ্গলবার করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। যাতে সবাই অংশ গ্রহণ করতে পারে সে জন্যই এ সিদ্ধান্ত নেন মুফতি তাকি উসমানি ও মাওলানা তারিক জামিলসহ পরিবারের সদস্যগণ।

এর আগে মাওলানা তারিক জামিল তার ফেসবুক পেইজে জুনায়েদ জামশেদের কবরের একটি ছবি পোস্ট করেন। তিনি লেখেন দারুল উলুম করাচির মাঠে জুনায়েদ জামশেদের কবর প্রস্তুত করা হয়েছে এবং এখানেই তাকে দাফন করা হবে।

দারুল উলুম করাচির নায়েবে মুহতামিম মুফতি তাকি উসমানি মিডিয়ায় এক সাক্ষাৎকারে বলেন, জুনায়েদ জামশেদের ইচ্ছে ছিল তিনি দারুল উলুম করাচিতে সমাহিত হবেন তার ইচ্ছে অনুযায়ী সেখানেই দাফনের সিদ্ধান্ত হয়েছে।

[caption id="" align="alignnone" width="960"] এখানেই সমাহিত হবে জুনায়েদ জামশেদ[/caption]

সূত্র: কুদরতডটকম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ