শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ।। ২৯ চৈত্র ১৪৩১ ।। ১৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
 ৩ বছরে নাগরিকত্ব পাওয়ার বিধান বাতিল করছে জার্মানি  ফিলিস্তিনিদের উচ্ছেদের যেকোনো প্রস্তাব প্রত্যাখ্যান সৌদি পররাষ্ট্রমন্ত্রীর স্বাধীন ফিলিস্তিনের পক্ষে সমর্থন অটল বাংলাদেশের  গাজায় গণহত্যার প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ মিছিল  ইসলামের আদর্শ প্রতিষ্ঠা ছাড়া কল্যাণ রাষ্ট্র সম্ভব নয়: পীর সাহেব চরমোনাই এবার নির্বাচনের রোডম্যাপ চাইল জামায়াতে ইসলামীও ৩ কর্মসূচি ঘোষণা করলেন কবি আল্লামা মুহিব খান মার্চ ফর গাজা" সফল করুন: খেলাফত আন্দোলনের বিক্ষোভ সমাবেশ ৫০ আসন টার্গেট করে এগোচ্ছে জমিয়ত বেতুয়া হাশেমিয়া দারুস সুন্নাহ মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

ফার্মগেট ছাড়ছে কুতুববাগের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kutub bag

আওয়ার ইসলাম : স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে ফার্মগেটের পার্ক ছাড়ার ঘোষণা দিয়েছে কুতুববাগের পীর। কুতুববাগ দরবার ঘোষণা দিয়েছে, আগামী বছর থেকে তারা আর ফার্মগেটের পার্ক দখল করে ওরশ করবে না।

তবে ভবিষ্যতে না করার শর্তে সীমিত আয়োজনে এ বছর তাদেরকে ওরশ করার অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ। এবছর ফার্মগেইট পার্কে আয়োজিত তাদের ‘ওরশ’ সংক্ষিপ্ত করেছে।

আগামী ২৬-২৮ জানুয়ারি অনুষ্ঠেয় বার্ষিক ওরশ আয়োজনেও কিছু বিধিনিষেধ দেয়া হয়েছে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কর্মকর্তা অজিউর রহমান জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টি ফর ডটকমের।

তিনি বলেন, ‘এবার যেহেতু তারা আয়োজনটি করেছে তাই সেখানে বাধা দেয়া হয়নি। তবে সিটি করপোরেশনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তারা কর্মসূচি সংক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সিদ্ধান্ত হয়েছে- পরের বছর থেকে তারা এখানে আর ওরশ করবে না, ঢাকার বাইরে কোথাও করবে। তারা মাইকের ব্যবহার, আলোকসজ্জা সীমিত করবে। আগে রাস্তায় ও ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন মাঠে গবাদি পশু রাখা হতো। এখন তারা পার্কের অভ্যন্তরে পশুগুলো রাখবে।’

দীর্ঘদিন ধরে চলে আসা এই কর্মসূচিতে কেন এমন নিয়ন্ত্রণ- এর জবাবে অজিউর বলেন, ‘এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। তাছাড়া জনগণের বিঘ্ন ঘটার বিষয়টি মেয়র সাহেবও লক্ষ্য করছিলেন।’

কুতুববাগ দরবারের খাদেম মির্জা মাহবুব সুলতান বাচ্চু বলেন, ‘এ ধরনের কল্যাণের কাজে মানুষের বিঘ্ন হউক তা আমরাও চাই না। মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনায় উনি যা যা বলেছেন আমরা সবই মেনে নিয়েছি। আলোকসজ্জা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছি, মাইকের ব্যবহারও কমিয়ে দিয়েছি। গবাদি পশু রেখেছিলাম রাস্তায়, ইসলামিয়া হাসপাতালের সামনে, মেয়র মহোদয়ের অনুরোধে মাঠে রাখার ব্যবস্থা করা হয়েছে।’

এআরকে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ