শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

কাতার ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট-এর আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qatar4

কাতার প্রবাসী বাংলাদেশিদের আর্থ-সামাজিক প্রতিষ্ঠান ফ্রেন্ডস ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা উপলক্ষে এফডিপি তার সকল সদস্যদের জন্য এক আনন্দ ভ্রমণের আয়োজন করে।

শুক্রবার সকাল নয়টায় দশটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রো সহ৬০ সদস্যের বিরাট বহর নিয়ে দোখান বীচের উদ্দেশ্যে আনন্দ ভ্রমণের যাত্রা শুরু হয়। বীচে পৌঁছনোর আগেই প্রসাদ সদৃশ এক সুরম্য মসজিদে আমরা জুমার সালাত আদায় করি। তাকওয়া বিষয়ে খতিব সাহেবের চমৎকার এবং সাবলীল বক্তব্য ছিলো বাড়তি পাওয়ানা।

সালাত শেষে অল্প সময়ের ভেতরেই আমরা বীচে পৌঁছি। তারপর সবাই বেশ আনন্দ উৎসবে মেতে উঠেন।

ইতোমধ্যেই ডাক আসে দুপুরের খাবারের। মানিক ভাই এর রান্না করা বিরানীর মৌ মৌ গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। কিছুক্ষণ বিরতির পর তোড়জোড় চলে সাগরে যাপিয়ে পড়ার। নামব না নামব না করেও শেষ পর্যন্ত নামতে হলো সাথীদের চাপাচাপিতে। কর্মময় দিনের ক্লান্তিগুলো ধুয়ে মুছে দিলো সাগরের নোনা জল।

আছরের সালাত আদায় শেষে শুরু হলো এফডিপি এর সাধারণ পরিষদের ষাণ্মাসিক সাধারণ সভা। এফডিপি এর নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা বশির আহমেদ এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা ফয়সাল আহমেদের কোরআন কারীম তেলাওয়াত এর মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা হয়। শাহ মাসুম খাদেম এর চমৎকার হামদ এতে অন্য রকম মুগ্ধতা তৈরি করে।

qatar5

মাহমুদুল হাসান চৌধুরীর উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য রাখেন এফডিপি এর নির্বাহী পরিচালক ইয়াসিন পাশা ও বশির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা শিব্বির আহমাদ বলেন, কাতারে আমি অনেক সমিতি দেখেছি কিন্তু এফডিপি এর মতো তার সদস্যদের জন্য এমন আনন্দ ভ্রমণের উদ্যোগ নিতে দেখিনি। তার জন্য এফডিপি এর সকল পরিচালকদের আন্তরিক ধন্যবাদ।

এফডিপি এর ষাণ্মাসিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন এফডিপি এর নির্বাহী পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা বশির আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি স্বচ্ছতায় এবং জবাবদিহিতায়। যে কোন সদস্য যে কোন সময়ে আমাদের কাছে হিসাব চাওয়ার অধিকার রাখে। প্রধান অতিথির দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ