রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে উদ্বৃত্ত সৃষ্টি: বাণিজ্য উপদেষ্টা চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

ইসিতে থাকতে পারেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmudul-hasanআওয়ার ইসলাম : নতুন নির্বাচন কমিশনে আল্লামা মাহমুদুল হাসানকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস। অপর ইসলামি রাজনৈতিক দল খেলাফত আন্দোলন প্রস্তাব করেছে ড. আ ফ ম খালিদ হোসাইনের নাম।  বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশনার হিসেবে কোনো আলেমের নাম প্রস্তাবিত হলো।

গতকাল মঙ্গলবার নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে  রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির নিকট নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরে। মোট ২৭টি রাজনৈতিক দল ১২৫ জনের নাম প্রস্তাব করে। রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়া ইসলামি দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশসহ ৬টি দল নাম প্রস্তাব করেছে। নাম জমা  দেয়া থেকে বিরত থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস।

প্রস্তাবিত দুজন আলেমের মধ্যে আল্লামা মাহমুদুল হাসানের নামই বেশি উচ্চারিত হচ্ছে। আওয়ার ইসলামের অনুসন্ধানে জানা গেছে, সার্চ কমিটির ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় আল্লামা মাহমুদুল হাসানের নাম থাকার সম্ভাবনা প্রবল।

তবে এ ব্যাপারে আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে  তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি।

আল্লামা মাহমুদুল হাসান দেশের প্রচলিত ধারার রাজনীতির বাইরে থাকা একজন বরেণ্য আলেমে দীন। তিনি গুলশান আজাদ মসজিদের খতিব ও জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ির সম্মানিত মহাপরিচালক। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির।

ইসলামি ভাবধারার রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন, আল্লামা  মাহমুদুল হাসানের মতো বরেণ্য আলেমগণ নির্বাচন কমিশনে থাকলে কমিশনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং দেশ ও জাতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

-এআরকে

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ