রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায়

মাদক ব্যবসা ছেড়ে চিল্লায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদকসহ ধরা পড়ার পর এর আগে বেশ কয়েকবার কারাভোগ করেছেন। আছে একাধিক মামলাও। তবে সম্প্রতি এসব ছেড়ে দিয়ে তিনি এসেছেন আলোর পথে। নাম ৪০ দিন তাবলীগে সময় দেয়ার জন্য নাম লেখিয়েছেন।

নুরুল ইসলামের বাড়ি বরিশালের গৌরনদী পৌর এলাকায়। মাদক সম্রাট হিসেবে খ্যাতি আছে তার। তিনি অঙ্গীকার করেছেন ‘আর নয় মাদক, এবার আলোর পথে হাটতে চাই’।

বৃহস্পতিবার সকালে স্ত্রী, ভাই ও বোনদের নিয়ে স্বেচ্ছায় তিনি হাজির হন গৌরনদী মডেল থানার ওসি মো. আলাউদ্দিনের কাছে।

ওসিকে বলেন, স্যার আমি আর মাদক বিক্রি করবো না। একজন ভালো মানুষ হওয়ার জন্য ৪০ দিনের তাবলীগে যেতে চাই। তার কথায় হতবাক ওসি আলাউদ্দিন।

তাৎক্ষনিক তিনি নুরুল ইসলামকে নিয়ে গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল করিমের কাছে কাছে যান। পুরো বিষয়টি তাকে অবহিত করার পর মাদক বিক্রি ছেড়ে আলোর পথে আসার ইচ্ছা ব্যক্ত করায় সহকারী পুলিশ সুপার তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

গৌরনদীর ওসি মো. আলাউদ্দিন বলেন, নুরুল ইসলাম বেপারীর এই পথ অনুসরন করে অন্যান্যরা মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে আসলে সবাইকে স্বাগত জানাবে পুলিশ। এতে সমাজে অপরাধ প্রবনতাও কমবে বলে তিনি আশা করেন।

নুরুল ইসলাম গৌরনদী পৌরসভার দক্ষিণ পালরদী গ্রামের মৃত আজাহার বেপারীর ছেলে ও গৌরনদী পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর লিটন বেপারীর বড় ভাই।

নুরুল ইসলামের পারিবারিক সূত্র জানায়, পুলিশের কাছে ওয়াদা করার পর আজ বিকেলেই গৌরনদীর মদিনা মার্কাস মসজিদ থেকে অন্যান্য মুসুল্লীদের সাথে নুরুল ইসলাম বেপারী চিল্লায় বের হয়েছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ