বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

ফুলপুরে মসজিদ উদ্বোধন ও ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fulpur15এম এ মান্নান, ফুলপুর থেকে: পবিত্র জুমা’র নামাজ আদায়ের মাধ্যমে ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের নলচাপড়া ‘ঈদগাহ মাঠ জামে মসজিদ’ গত শুক্রবার শুভ উদ্বোধন করা হয়।

ওয়েলফেয়ার এসোসিয়েশন’র অর্থায়নে নির্মিত এই মসজিদ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসোসিয়েশনের চীফ ইঞ্জিনিয়ার মনির উজ্জামান, শফিকুল ইসলাম শফিক, আবু বকর সিদ্দিক প্রমুখ।

ফুলপুরে ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণ
আজ ৬ মার্চ ফুলপুরে ১০ টাকা কেজি চালের কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় গরীব অসহায়দের মাঝে ফুলপুর সদর ইউনিয়নের ফতেপুর গ্রামে গতকাল আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ৫নং ফুলপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ হাকিম সরকার, উপজেলা খাদ্য কর্মকর্তা রুবায়দুর রহমান রানা, আওয়ামী লীগ নেতা কামরুল হাসান রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, ফুলপুর উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি রাসেল আল মামুন ও আওয়ামী লীগ নেতা ওসমান গণি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ