বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা

‘দুর্নীতি করবো না’ বগুড়ার পাঁচ হাজার শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shikkharthiবগুড়ার শেরপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের তিন কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে দুর্নীতিবিরোধী নানা শ্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, লাল ফিতা ও বেলুন নিয়ে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর আগে উপজেলা মুক্তমঞ্চে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ নেন। জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, দুর্নীতি দমন কমিশন বগুড়ার সহকারি পরিচালক আতিকুল আলম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজিত বসাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার, সহ-সভাপতি শাহজামাল সিরাজী, সাংবাদিক আইয়ুব আলী, সদস্য মাহবুবুল আলম হিরু, সুধীন্দ্র নাথ রায়, আনোয়ারা বেগম, প্রতিভা রানী প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ঘন্টাব্যাপী দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ