শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

অনুপ্রাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কনসার্ট শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

onupras

শুক্রবার (৩১মার্চ) জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও নতুন অ্যালবামদ্বয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে ইসলামিক কনসার্টের আয়োজন করেছে সংগঠনটি।

গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিত হবে ইকলামীক প্রোগ্রামটি। কনসার্ট থেকে দুটি অ্যালবাম রিলিজ হবে বলে জানিয়েছেন অনুপ্রাসের মিডিয়া পরিচালক ইয়াসিন আহমাদ। অ্যালবাম দুটির নাম “কামলিওয়ালা” ও “লাল সবুজের পতাকা“।

তিনি বলেন, ইতিপূর্বে অনুপ্রাসের ৬টি অ্যালবাম রিলিজ হয়েছে যা দর্শকশ্রোতাদের মন জয় করেছে খুব সহজেই। ৩১ মার্চ যে দুটি অ্যালবাম রিলিজ হবে সেগুলোও দর্শকমহলের মন জয় করবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, আমরা (অনুপ্রাস) চেষ্টা করি আমাদের প্রতিটি আয়োজনকে একটু ভিন্য কিছু দিয়ে সাজাতে। আগামী ৩১মার্চও তার ব্যতিক্রম হবে না। অন্য সব আয়োজন থেকে এবার একটু বেশীই সাজানো হয়েছে। আনা হয়েছে নতুন কিছু। বলতে পারেন এবারের অনুষ্ঠানটি একটি ডিজিটাল রুপে স্বাজানো হয়েছে। এবারে প্রকাশ হতে যাওয়া কিশোর ও বড়দের মোট দুটি অ্যালবামও হয়েছে একেবারে অন্যরকম। হামদ, নাত, দেশাত্ব বোধক ও জাগরনী গংগীতে সাজানো হয়েছে অ্যালবাম দুটি। সব মিলিয়ে ভালো একটি আয়োজনের অপেক্ষা আর মাত্র একটি দিনের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ’র যুগ্ম মহাসচিব অধ্যাপক এটিম হেমায়েত উদ্দিন। সভাপতিত্ব করবেন অনুপ্রাসের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল আহাদ সালমান।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে থাকছে রেডিও টাচ ও দেশাল বিডি ডটকম।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ