মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ।। ৯ বৈশাখ ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ওয়াকফ আইনের বিরুদ্ধে দিল্লিতে বিশাল প্রতিবাদ মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের হেফাজতের সমালোচনাকারীদের প্রতি অনুরোধ নারী সংস্কার কমিশন সরকারকে জনসমর্থনহীন করে দেবে: ইসলামী আন্দোলন অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই হেফাজতের মহাসমাবেশ সফল করতে শীর্ষ ওয়ায়েজিনদের প্রস্তুতি সভা  নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে কায়রোতে ইসরায়েল-হামাস আলোচনা বাজারে নজর বাড়াতে বাণিজ্য উপদেষ্টার প্রতি আহ্বান পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

ড্রাইভিংয়ের অনুমোদন পেতে সৌদি নারীদের প্রতিবাদ; ক্যাম্পেইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরব, নারী

সৌদিতে প্রকাশ্যে প্রতিবাদ কর্মসূচি নিষিদ্ধ, তাই নারীরা ড্রাইভিংয়ের অনুমোদন পেতে নীরবে হেটে কিংবা সাইকেল চালিয়ে প্রতিবাদ করেছেন একদল সৌদি নারী। খবর বিসিসি

প্রতিবাদের ভিডিওগুলো তারা শেয়ার করেছেন অনলাইনে। ছবি তুলে ইন্টারনেটে দিয়েছেন কিংবা টুইট করেছেন।

সৌদিতে নারীদেরজ ড্রাইভিং নিষিদ্ধ। বিষয়টি নিয়ে যদিও নানামুখী আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু এখন পর্যন্ত নিষেধাজ্ঞা থেকে সরে আসেনি দেশটি।

সৌদি নারীদের অভিনব এ কর্মসূচি আলোচনার জন্ম দিয়েছে নারী পুরুষ উভয়ের মধ্যেই।

কেউ কেউ, বিশেষ করে পুরুষরা, প্রতিবাদকারীদের ব্যক্তিগত সমালোচনা করেছেন। আবার অনেক পুরুষ নারীদের গাড়ী চালনার অধিকার দেয়ার পক্ষেও মত প্রকাশ করেছেন।
[সৌদি নারীদের মিউজিক ভিডিও ভাইরাল]

এক ভিডিওতে দেখা যায় নীরবে সড়কে হাঁটছেন আর নিজেদের ছবি তুলছেন বা ভিডিও করছেন।

মিস সাফা নামে এক নারী টুইট করেছেন, "প্রতিদিনের প্রতিবাদ। সৌদি নারীরা হাঁটছেন সর্বত্র কারণ গাড়ী চালানো কিংবা শান্তিপূর্ণ প্রতিবাদ নিষিদ্ধ"।

আরেকজন লিখেছেন, "আমি খালি পায়ে রাস্তা পার হলে তাদের কোন সমস্যা হয়না। তাদের চিন্তার বিষয় হলো আমি যেনো গাড়ী না চালাই এবং নিজে যেন নিজের অভিভাবক না হই"।

সৌদি আরব, নারী
অনলাইন ক্যাম্পেইন (ভিডিও থেকে নেয়া ছবি)

আর একজন বিশ্ববিদ্যালয় ছাত্রী তার পুরুষ চালকের জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছেন সেটি তুলে ধরেছেন। ভিডিওতে দেখা যায় আরেক নীরবে সাইকেল চালাচ্ছেন এই অনলাইন প্রতিবাদের অংশ হিসেবে। এর সমালোচনাও করছেন অনেকে অনলাইনেই।

বাসায়ের নামে একজন লিখেছেন , " কতটা হাস্যকর। তিনি রাস্তায় কারণ তিনি গাড়ী চালাতে পারছেন না। তার কি গাড়ী চালক নেই? তার কি পরিবার নেই"?

আরআর

‘গরুর গোশতের মতো দেশে মদ, নেশা, অশ্লীলতাও বন্ধ করুন’


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ