শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

‘তসলিমাকে কলকাতা থেকে জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

taslima-nasrinবাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর কলকাতায় নিজের দেশ খুঁজে পেয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। কিন্তু কলকাতা থেকে তাঁকে ‘জানোয়ারের মতো তাড়ানো হয়েছে’। এই ঘটনা ব্যথিত করে। বললেন ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায়।

আজ হুগলীর কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে এসেছিলেন রাজ্যপাল। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। তাকে প্রশ্ন করা হয়, এমন কোনও ঘটনা যা তাঁকে ব্যথিত করে? প্রশ্নের উত্তরে তিনি তসলিমার প্রসঙ্গ তোলেন। বলেন, “আমাদের সহ্যশক্তি কমে যাচ্ছে। এমন একটি ঘটনা আমরা দেখেছি।

তসলিমা নাসরিন এমন একজন মহিলা যিনি নজের দেশ থেকে বিতাড়িত হয়েছেন। কলকাতায় থাকতেন। তাকে একেবারে জানোয়ারের মতো এই শহর থেকে তাড়ানো হয়েছে। তিনি নিজের দেশ ছেড়ে এখানে একটা সাময়িক দেশ খুঁজে পেয়েছিলেন। এই ধরনের ঘটনা আমাকে খুব ব্যথিত করে।”

শুধু তসলিমা নাসরিন নয়। ভাবাদিঘির প্রসঙ্গেও মুখ খোলেন রাজ্যপাল। বলেন, তিনি আগে রেলে কাজ করতেন। অনেকটা সময় তিনি মেট্রোরেল প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানেন, রেলের কোনও প্রজেক্ট যদি কোনও লাইনে ঠিক করা হয়, তাহলে তার বিকল্প ব্যবস্থাও থাকে। তিনি সম্পূর্ণ বিষয়টি জানেন না।

টকশো মঞ্চে তসলিমা থাকায়…

কিন্তু সংবাদমাধ্যমে পড়েছেন দিঘি বাঁচানোর জন্য আন্দোলন হচ্ছে। সেই আন্দোলনকে মান্যতা দিয়ে, বিষয়টি খুঁটিয়ে দেখা দরকার। দেখা দরকার কোনও বিকল্প ব্যবস্থা হতে পারে কি না। সেই সঙ্গে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন, বিকল্প ব্যবস্থা করা সম্ভব।

রামকৃষ্ণ মঠে পুজো দেন তিনি। প্রসাদ খান। সঙ্গে ছিলেন মঠের অধ্যক্ষ। বিকালে তিনি জয়রামবাটি যাবেন।–ইন্টারনেট

এআর

ঢাবির ভাইবায় প্রশ্ন: ‘১০ জন পর্নস্টারের নাম বলো’

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ