শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের রপ্তানি সত্ত্বেও ভারতে পাচার হচ্ছে চাঁদপুরের ইলিশ দেশের মানুষ আর পূর্বের অবস্থায় ফিরে যেতে চায় না: পীর সাহেব চরমোনাই বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ভালোবাসার টানে এবার ব্রাজিল তরুণী রাজবাড়ীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জেইসা ওলিভেরিয়া সিলভা ও সঞ্জয় ঘোষআওয়ার ইসলাম: ভালোবাসার টানে ব্রাজিল তরুণী ছুটে এসেছেন রাজবাড়ীতে। ব্রাজিলীয় এই তরুণীর নাম জেইসা ওলিভেরিয়া সিলভা (২৯)।

ফেসবুকে পরিচয়, এরপর বন্ধুত্ব। এবং তারপর মন বিনিময়। পরিশেষে সাত সমুদ্র তের নদী পাড়ি দেওয়া। এমন গল্পযোগ্য সম্পর্কের এমন কয়েকটি ঘটনা এর আগেও ঘটেছে । যেমন- প্রেমের টানে ব্রাজিলের নারী সেওমা বিজেরা এসেছেন হবিগঞ্জে বা মার্কিন তরুণী এলিজাবেথ এসেছেন ঝিনাইদহে। এবার এই তালিকায় যুক্ত হলো জেইসা ওলিভেরিয়া সিলভা (২৯)। ব্রাজিলের এই তরুণী এসেছেন রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে, সঞ্জয় ঘোষ (৩০) নামের এক ছেলের প্রেমের টানে। দেড় বছরের এই সম্পর্কের গল্পেও দেশ বা সংস্কৃতির ভিন্নতা বাধা হতে পারেনি।

সঞ্জয় বলাই ঘোষের ছেলে। তিনি একটি পরিবহনের ঢাকা-কলকাতা সার্ভিসের কর্মী। ওলিভেরিয়া সিলভা ব্রাজিলের সাওপাওলোর বাসিন্দা। সেখানেই চাকরি করেন তিনি। সোমবার (৩ এপ্রিল) তিনি বাংলাদেশে এসেছেন। আর এসে যথা নিয়মে সঞ্জয়ের বালিয়াকান্দির বাড়িতে উঠেছেন। এরপর থেকে বিদেশিনী দেখতে সে বাড়িতে উৎসুক নারী-পুরুষের ঢল নেমেছে।

সঞ্জয় বলেন, ‘প্রায় দেড় বছর আগে ফেসবুকে সিলভার সঙ্গে পরিচয় হয়। এই পরিচয় ধীরে ধীরে ভালো বন্ধুত্বে রূপ নেয়। এবং বন্ধুতা একসময় মোড় নেয় ভালোবাসায়। এরপর একদিন সিলভা এদেশে আসার আগ্রহ প্রকাশ করে। শেষমেশ ৩ এপ্রিল সে এসেই গেল।’

সঞ্জয় আরও জানালেন, তারা বিয়ের কথা ভাবছেন। এ নিয়ে সিলভা তার পরিবারের সঙ্গে কথা বলবেন। তার বাবা-মা যদি রাজি হন তবে তারা ছাদনাতলায় বসবেন। কারণ, তার (সঞ্জয়) পরিবারের দিক থেকে আপত্তি নেই কারও।

সিলভা জানান, সঞ্জয় অনেক ভালো মনের মানুষ। তার পরিবারের সদস্যরাও অনেক ভালো। বিয়ের ব্যাপারে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন বলেও জানালেন তিনি।

ব্রাজিল থেকে আসা তরুণীর নিরাপত্তার জন্য রাতে সঞ্জয়ের বাড়িতে পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ