রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন

ওসমানীনগরে চালের দাম কমানোর দাবীতে মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet21ইমদাদ ফয়েজী, সিলেট: ওসমানীনগর উপজেলার ১৯ মাইল কলারাই বাজারে স্থানীয় জনগন চালের মূল্য কমানোর দাবীতে আজ বিকেল ৫.৩০ মিনিটে স্থানীয় মহাসড়ক অবরোধ করে রাখে।

অবরোধকারীরা, 'আমাদের দাবী- মানতে হবে মানতে হবে', 'চালের দাম- কমাতে হবে কমাতে হবে' ইত্যাদি স্লোগান দেন।

সিলেটের প্রায় সবক'টি হাওর চৈত্র মাসের পানিতে তলিয়ে গেছে। সম্ভাবনাময় বোরো ফসল সিলেটবাসী ঘরে তোলার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসুবাদে চাল ব্যবসায়ীরা সুযোগটা বেশ ভালোই কাজে লাগাচ্ছেন।

সরেজমিন ঘুরে জানা গেছে, একসপ্তাহের ব্যবধানে ৫০ কেজি চালের বস্তা ৫০০-৭০০ টাকা বেশি মূল্যে বিক্রি করা হচ্ছে।

যে বস্তার দাম ছিল ২০০০ টাকা, বর্তমানে তা বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়। সিলেটের প্রতিটি বাজারে প্রতি কেজি চাল খুচরা সর্বনিম্ন ৫৫ টাকা থেকে শুরু করে আরোও বেশি দামে বিক্রি করা হচ্ছে।

অবরোধকারীদের সাথে আলাপ করলে তারা বলেন- 'চাল ব্যবসায়ীরা দিন দিন চালের দাম বাড়িয়েই চলছেন। আমরা জানি সরকারি মূল্য ৩৭ টাকা, অথচ বিক্রি করা হচ্ছে ৫৫ টাকা। আমরা চাই প্রশাসনের পক্ষ থেকে সঠিক মূল্য নির্ধারণ করে দেয়া হোক।'

শেষপর্যন্ত স্থানীয় পুলিস এসে অবরোধ তুলে দেয়। তারা সাধারণ জনগন ও চাল ব্যবসায়ীদের সাথে আলাচনা করে প্রতি কেজিতে সর্বোচ্চ ৪ টাকা লাভের ঘোষনা দেন। এর অতিরিক্ত দাম নিলে আইনত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।

সিলেটে আতরসম্রাট মাও. আজমল

নাতিকে কুরান শেখাচ্ছেন এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ