শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

রাজশাহীতে মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহী: রাজশাহী মহানগরীর মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসা থেকে রায়হান হোসেন (১০) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছে।

এ ঘটনায় মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ এনে রোববার (১৬ এপ্রিল) মহানগরীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছে তার পরিবার। রায়হান রাজশাহীর তানোর উপজেলার গোকুল গ্রামের লিটন হোসেনের ছেলে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন খান বাংলানিউজকে বলেন, নিখোঁজ ছাত্র রায়হানের মা বেবি বেগম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে সম্ভাব্য সব স্থানে শিশুটির খোঁজ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সন্ধান মেলেনি।

ওসি বলেন, রায়হান মালদাহ কলোনি বখতিয়াবাদ এলাকার দারুস সুন্নাহ ইসলামী মাদরাসার আবাসিক ছাত্র। গত ৭ এপ্রিল রায়হানের সঙ্গে দেখা করার জন্য দাদি জাহানারা বেগম মাদরাসায় যান। পরে খাবার কিনে দিয়ে রায়হানকে মাদরাসায় রেখে আসেন।

কিন্তু ১৪ এপ্রিল মা বেবি বেগম, দাদি জাহানারা বেগম ও ফুপু পারুল রায়হানের সঙ্গে দেখা করতে গেলে তারা জানতে পারেন গত ৭ এপ্রিল থেকেই রায়হান নিখোঁজ।

অথচ কর্তৃপক্ষ বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এজন্য মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধেও দায়িত্বে অবহেলার অভিযোগ করেছেন তার মা। মাদরাসা কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান বোয়ালিয়া থানার এ পুলিশ কর্মকর্তা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ