বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

সাইকেল চুরি; কপালে লিখে দেয়া হলো 'আমি চোর'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘটনাটি ব্রাজিলের। একটি সাইকেল চুরিকে কেন্দ্র করে ১৭ বছরের কিশোরের কপালে উল্কিতে লেখে দেয়া হয়েছে 'আমি একজন চোর'।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ায় সৃষ্টি করেছে। এদিকে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে দুজনকে গ্রেফতার করেছে।

পুলিশ বলছে, লোক দুটির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। উল্কি এঁকে দেবার ঘটনাটি ভিডিও করা হয়। ঘটনাটি ঘটেছে সাও পাওলো রাজ্যের সাও বার্নার্দো দো কাম্পো শহরে।

ওই দুই ব্যক্তি বলছে, ছেলেটি একটি সাইকেল চুরি করার চেষ্টা করেছিল। তবে ছেলেটি এ কথা অস্বীকার করেছে।

লোক দুটি ওই কিশোরের কপালে উল্কি এঁকে পর্তুগীজ ভাষায় 'আমি একজন চোর' কথাটি লিখে দেবার কথা স্বীকার করেছে। তাদের বক্তব্য. চুরির শাস্তি হিসেবেই তারা এটা করেছে।

কিন্তু ছেলেটি বলছে, সে মাতাল অবস্থায় সাইকেলটির ওপর পড়ে গিয়েছিল - কিন্তু তা চুরির চেষ্টা করছিল না। তার কথায়, লোক দুটি তার হাত-পা বেঁধে ফেললে সে অনুনয় করে যে উল্কিটি যেন তার হাতে দেয়া হয়. বা শাস্তি হিসেবে হাত-পা ভেঙে দেয়া হয়। কিন্তু তারা বলে, উল্কি তার কপালেই আঁকা হবে। এ কথা বলে তারা হাসতে থাকে।

এর পর তাকে চেয়ারে বসিয়ে একটি ট্যাটু মেশিন দিয়ে কপালে 'আমি চোর লিখে দেয়া হয়। ঘটনাটির ভিডিও করছিল যে লোকটি, সে-ও তখন হাসছিল।

এর পর ছেলেটি যাতে মাথার চুল দিয়ে উল্কিটি ঢেকে রাখতে না পারে - সে জন্য তার চুলও ছোট করে ছেঁটে দেয়া হয়।

কিশোরটির পরিবার বলছে, ছেলেটির মানসিক সমস্যা রয়েছে এবং সে মাদক সেবনও করে থাকে। শুক্রবার অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখে তারা ছেলেকে চিনতে পারে।

এখন এই উল্কি মুছে ফেলার জন্য ব্রাজিলে অনলাইনে চাঁদা তোলার জন্য প্রচারাভিযান শুরু হয়েছে। তারা ইতিমধ্যেই ৫ হাজার ৮০০ ডলার তুলেছে। -বিবিসি

টিকে থাকলে সুফল আসবেই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ