বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

সেলাই করে পুরো কুরআন তৈরি করলেন যমরদ খাতুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদ আনজুম: নারীদের অনেকগুলো শখের মধ্যে কাথা সেলাই একটি। সুইয়ের মাথায় লাল নীল সুতো বেঁধে নকশি কাথা সেলাই করেন তারা। দস্তরখান বা জাইনামাজও বানানো হয়। তবে পুরো কুরআন শরীফ সেলাই করে তৈরি করার ইতিহাস এটাই প্রথম।

শুনে রীতিমতো চমকে উঠার কথা। এও কি সম্ভব! হ্যাঁ যমরদ খাতুন নামের এক নারী এ অসাধ্য সাধন করেছেন। ৩১ বছর বয়সী ওই নারী পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচির বাসিন্দা।

আল্লাহর প্রতি ভালোবাসা আর পবিত্র কুরআনের প্রতি আত্মার টান থেকেই তিনি এ দু:সাধ্য কাজে নেমে পড়েন। একসময় শেষ করতে পারবেন কিনা এমনটা মনে হলেও মাঝপথে থেমে যাননি। শেষ করে তবেই কাজে খ্যান্ত দিয়েছেন।

যমরদ খাতুনের দু:সাহসিক এ কাজের সময়  লেগেছে ৭ বছর ৬ মাস। এক ধরনের সুতি কাপড়ে এটি তৈরি করেছেন।

نایاب نسخہ 63 کلو وزنی ہے—فائل فوٹو

আরেকটি বড় ব্যাপার হলো তিনি শুধু কুরআনের মূল টেক্স সেলাই করেননি, নিচে উর্দু তরজমাও দিয়েছেন। পুরো কুরআন শরীফের ওজন হয়েছে ৬৩ কেজি।

পাঠান বংশোদ্ভুত যমরদ খাতুন কুরআন শরিফটি চলতি বছর এপ্রিলে শেষ করেন। কাজটি শেষ করার পর তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। এত দীর্ঘ সময় কুরআন তৈরিতে পার হয়ে গেলেও তার ভেতর সেটি নিয়ে কোনো আফসোস নেই। মিডিয়ার সঙ্গে কথোপকথনে এমনটিই জানিয়েছেন তিনি।

زمرد خاتون نے نسخے کی تیاری کے وقت کسی سماجی سرگرمی میں حصہ نہیں لیا، بھائی ثناء اللہ خان—فائل فوٹو

ভাই সানাউল্লাহর সঙ্গে যমরদ খাতুন

যমরদ খাতুন জানান, এ কুরআন তৈরির পর তার পরিবার বেশ উচ্ছ্বসিত হয়েছেন। যমরদ খাতুনের প্রশংসাও করেছেন।

সূত্র: ডন উর্দু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ