বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

‘স্বামী জমা রাখার’ বাক্স বানালো চীন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্ত্রী ঘুরে ঘুরে শপিং করছেন, আর স্বামী রাজ্যের বিরক্তি নিয়ে পেছন পেছন ঘুরছেন। চীনে এ অবস্থার অবসান হতে চলেছে। দেশটির একটি মলে ‘স্বামী জমা রাখার’ ব্যবস্থা করা হয়েছে। দেশটির দৈনিক ‘দ্য পেপার’-এর বরাত দিয়ে বিবিসি জানায়, সাংহাইয়ের দ্য গ্লোবাল হার্বার মলে কাচের ছোট ছোট বাক্স তৈরি করা হয়েছে। যে স্বামীরা স্ত্রীর সঙ্গে দোকানে ঘুরতে চান না তারা ওই বাক্সগুলোতে বসে সময় কাটাতে পারবেন।

প্রতিটি বাক্সে একটি চেয়ার, মনিটর, কম্পিউটার এবং গেমপ্যাড রয়েছে। সেখানে বসে স্বামীরা টিভি দেখার পাশাপাশি চাইলে ৯০ দশকের কম্পিউটার গেমসগুলো খেলতে পারবে। মল কর্তৃপক্ষ জানান, আপাতত তারা বিনামূল্যে এই সেবা দিচ্ছে। তবে ভবিষ্যতে এ জন্য তারা স্বল্পমূল্যের টিকিটের ব্যবস্থা করবে। ‘স্বামী জমা রাখার’ বাক্স ব্যবহার করেছেন এমন কয়েকজন একে চমৎকার পরিকল্পনা বলে বর্ণনা করেছেন। তাদের একজন ইয়ং। তিনি দ্য পেপারকে বলেন, বাক্সগুলো সত্যিই দারুণ। আমি মাত্রই একটি গেমস  খেলেছি। আমার মনে হয়েছে আমি আবারও স্কুল জীবনে ফিরে গেছি।

উ নামে আরেকজন পরিকল্পনাটি ভালো বললেও এখানে উন্নতির আরও সুযোগ আছে বলে মনে করেন তিনি। ‘বাক্সগুলোতে বায়ু চলাচল বা শীতাতপ নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেই। আমি সেখানে বসে পাঁচ মিনিট খেলার পরই ঘেমে নেয়ে উঠি। ’ এই বাক্সগুলো নিয়ে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র মন্তব্য এসেছে। অনেকে এগুলো স্বামীদের জন্য বিড়ম্বনার হাত থেকে বাঁচার উপায় বললেও বিপরীত মতও আছে।

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ