রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে যুক্তরাজ্য খেলাফত মজলিস বানিয়াচং উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন ‘নীলনদের পানি যেমন নীল নয়, তেমনি জামায়াতেও ইসলাম নেই’ কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল, সম্পাদক মাজহারুল ‘ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টি করে এমন বক্তব্য থেকে বিরত থাকুন’ গণঅধিকার পরিষদ ও এনসিপির একীভূত হওয়ার আলোচনা, নেতৃত্ব নিয়ে জটিলতা পিআর সিস্টেমের নির্বাচন নিরাপদ নির্বাচন, আদর্শের নির্বাচন: শায়খে চরমোনাই মসজিদ নিয়ে দ্বন্দ্ব, সড়কে জুমা আদায় হেফাজতের চার রাহবার সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শক ছিলেন: হেফাজত আমির

ইসরাইলি নারী সেনার প্রতি ৬ জনে ১ জনই যৌন হয়রানির শিকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ : ইসরাইলের নারী সৈনিকদের প্রতি ৬ জনে ১ জন যৌন নিগ্রহের শিকার। ইসরাইলের সামরিক বাহিনীর নিজস্ব এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য বের হয়ে এসেছে।

ইসরাইলের সামরিক গোয়েন্দা বাহিনীর সূত্রে ইসরাইলি গণমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের নারী সৈনিকরা তাদের পুরুষ সহকর্মীদের দ্বারা ব্যাপকভাবে যৌন নিগ্রহের শিকার হচ্ছে।পুরুষরা তাদের যৌন লালসা পূরণে টার্গেট করছে। সেনা বাহিনীতে কর্মরত ৬০% নারী সৈনিক ও অফিসার পুরুষ সহকর্মীদের দ্বারা নিগৃহিত হওয়ার কথা স্বীকার করেছে।

তারা বলেছে, পুরুষ সৈনিকরা তাদের অশ্লীল ম্যাসেজ, গল্প ও ভিডিও পাঠায়।

৬৫ ভাগ নারী সৈনিক বলেছে, তাদের উপর মাঝে মাঝেই যৌন নিপীড়ন চালানো হয় এবং ৩৫ ভাগ নারী সৈনিক বলেছে তারা নিয়মিত যৌন হয়রানির শিকার। ১২ ভাগের দাবি তাদের প্রতি সীমাহীন যৌন অত্যাচার করা হয় এবং ৫ ভাগ নারী সৈনিক বলেছে, তাদের বেতন ও প্রাপ্য সুবিধা প্রদানের শর্ত হিসেবে যৌন নিপীড়ন করা হয়।

পত্রিকাটির দাবি এই নিপীড়িত নারী সৈনিক সংখ্যা আরও অনেক বেশি।

সূত্র : ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ