শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন ইসলামী ব্যাংকের ডিমিনিশিং মুশারাকার মাধ্যমে বাড়ি ক্রয় করা বৈধ হবে কি? শেষ হলো ইফার পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা সুদানে মসজিদে ড্রোন হামলায় প্রাণ গেল ৭৫ জনের

এবার এরদোগান ও এমিনির নামে রোহিঙ্গা শিশুর নামকরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গত ১ অক্টোবর ত্রিপলের রোহিঙ্গা ক্যাম্পে শফিকার এক ফুটফুটে নবজাতকের মা হন শফিকা। কোনো প্রকার ডাক্তার বা নার্স ছাড়াই তাবুতে আশ্রিত অন্য নারীদের সহযোগিতায় ফুটফুটে এক বাচ্চার জন্ম দেন শফিকা। মিয়ানমারের মংডু রাশিডং বাজারবিল এলাকা থেকে সাত দিন হেঁটে গতমাসে উখিয়ার থাইংখালী ময়নাঘোনা নতুন রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন শফিকা।

সদ্যজাত এই শিশুটির নাম রাখা এরদোগান। এরদোগান কেন নাম রাখলেন এমন প্রশ্নেবাবা নুরু ছলিম বলেন, 'নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদের পক্ষে সর্বপ্রথম ডাক দিয়েছিলেন, তুরস্কের রাজা এরদোগান। তিনি তার স্ত্রীকে আমাদের দেখতে কুতুপালং ক্যাম্পে পাঠিয়েছিলেন। তার এই অবদানের কথা স্মরণে রাখতে সন্তানের নাম রেখেছি এরদোগান।'

একইভাবে মিয়ানমারের রাখাইন রাজ্য ছেড়ে ইজ্জত ও জীবন বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন আয়েশা। এখানে এসে জন্ম দেন একটি মেয়ে সন্তান।আয়েশার বোন সেতারা বলেন,  এই ক্যাম্পে যেহেতু এরদোগানের জন্ম হয়েছে, সেজন্য আমার বোনের মেয়ের নাম রেখেছি এমিনি।

এখন সবাই এই ক্যাম্পের পাহাড়ের নাম দিয়েছে রাজার পাহাড়। রাজার পাহাড়ে এরদোগানকে দেখতে ছুটে এসেছেন- সমাধান শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড: নাজিম উদ্দিন, নির্বাহী পরিচালক মোঃ নাজমুল হুদা অপু। তারা নবজাতক শিশুকে কোলে নিয়ে দোয়া করেন এবং দুধ ও শিশু খাদ্যের জন্যে আর্থিক সহায়তা দেন। এছাড়া সমাধানের পক্ষ থেকে মসজিদ ও রোহিঙ্গা শিশুদের জন্যে মকতব এবং শিশু শিক্ষা কার্যক্রম চালু করেছেন বলে নির্বাহী পরিচালক অপু জানিয়েছেন।

এছাড়া শুভার্থী সংসদ ঢাকার আহবায়ক গোলাম রাকিব ও সদস্য সচিব হাবিবুর রহমান এরদোগান ও এমিনির পরিবারকে নতুন পোষাক, শিশু খাদ্য এবং টাকা বিতরণ করেন। তারা জানান, বর্তমানে এরদোগান ও এমিনি সুস্থ আছে।

আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ