শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


সৌদি আরবে পেশাদার নারী ফুটবল ক্লাব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

সৌদি আরবের শুরা কমিটির নারী সদস্যরা। সৌদি আরবের শুরা কমিটির মানবাধিকার বিষয়ক নারী সদস্য ইকবাল দানদারি দেশটির উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এ আবেদন জানিয়েছেন। তিনি নারীদের জন্য পৃথক শরীরচর্চা কেন্দ্র ও ক্রীড়া ক্লাব খোলার আবেদন জানান।

এর আগে সৌদি আরবের মানবাধিকার কর্মীদের পক্ষ থেকে মহিলাদের জন্য পেশাদার ফুটবল ক্লাব খোলার দাবি জানানো হয়। তারা বলেন, আল হেলাল, আল নসর, আল ইত্তিহাদ, আল আহলির মতো নারীদের জন্য পৃথক পেশাদার ফুটবল ক্লাব খোলা প্রয়োজন।

দানদারি সৌদি নারীদের স্টেডিয়ামে প্রবেশের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এ সিদ্ধান্ত নারীদের পেশাদার খেলার প্রতি উদ্বুদ্ধ করবে। তারা পৃথিবীর অন্যান্য নারীদের মতো এগিয়ে যাবে।

সামি জায়দানও এ সিদ্ধান্তকে স্বাগত জানান এবং সৌদি নারীরা ফুটবল খেলতে পারে। তাদের ড্রেসকোট থাকবে এবং তারা যেখানে যাবে সেখানে তারাই হবে সর্বাধুনিক।

সূত্র : আরব নিউজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ