শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


৬০ দেশের অংশগ্রহণে শারজায় চলছে আন্তর্জাতিক বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবরার আবদুল্লাহ
বিশেষ প্রতিবেদক

দুবাইয়ের শারজায় চলছে ৩৬তম আন্তর্জাতিক বইমেলা। ১ নভেম্বরে শুরু হওয়া এ মেলা চলবে ১১ নভেম্বর পর্যন্ত। এ বছর শারজা বইমেলায় ৬০ দেশের  ১৬৯১টি প্রকাশনী অংশগ্রহণ করেছে।

এ বছর মেলার প্রতিপাদ্য ‘Reading for All ‘সবার জন্য পাঠ’।

নতুন পুরাতন প্রায় ১৫ লাখ বই পরিবেশিত হয়েছে বইমেলায়।

শারজাহ-এর শাসক শেখ সুলতান বিন মুহাম্মদ আল কাসেমি বইমেলার উদ্বোধন করেন।

এ বছর মিসরীয় সংস্কৃতি মন্ত্রী মুহাম্মদ সাবের আল আরবকে ‍‘বছরের সংস্কৃতি ব্যক্তিত্ব’ হিসেবে ঘোষণা করা হয়।

তার শিক্ষাজীবন ও অবদান বিবেচনা করে এ পুরস্কার প্রদান করা হয়।

উল্লেখ্য, শারজাহ আন্তর্জাতিক বইমেলায় গত বছর ২.৩১ মিলিয়ন দর্শক উপস্থিত হয় এবং ১৭৬ মিলিয়ন দিরহাম মূল্যের বই বিক্রি হয় সেখানে।

সূত্র : গালফ নিউজ, আরব নিউজ ও অ্যামিরাটস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ