শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ভৈরবে ইসলামী ব্যাংকের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের ভৈরবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: ভৈরব বাজার শাখার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প ব্যাংক ভবন মিলনায়তনে ওই ক্যাম্পের আয়োজন করে।

আজ শনিবার সকাল ১১টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে ওই ক্যাম্পের উদ্বোধন করেন।

সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে এ সেবা কার্যক্রম। এতে নারী স্বাস্থ্যকে প্রাধান্য দেওয়া হয়। এছাড়াও শিশু এবং পুরুষ রোগীদের প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষা শেষে পরামর্শসহ ব্যবস্থাপত্র দেওয়া হয়।

এর আগে সকালে শাখা ব্যবস্থাপক মো: মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাজেদা আলাল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো: নবী হোসেন, শিমূলকান্দি ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ইনচার্জ ডা: ফাহিমা আক্তার হানি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মো: সানাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তারা পারিবারিক স্বাস্থ্য সচেতনতা, নারী স্বাস্থ্য, জনসংখ্যা প্রতিরোধ, বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরি ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ